Chhatradhar Mahato: পঞ্চায়েতের ফলঘোষণার দিনই জামিন ছত্রধর মাহাতোর

Chhatradhar Mahato: এনআইএ অভিযোগ করেন, ধৃতদের অনেককে ট্রায়ালে আদালতে পেশ করতেও রাজ্য পুলিশ সহযোগিতা করছে না। এখনও চার্জশিট দেয়নি এনআইএ। এই অবস্থায় তাই ছত্রধরকে জামিন দেওয়ার সিদ্ধান্ত নেয় আদালত।

Chhatradhar Mahato: পঞ্চায়েতের ফলঘোষণার দিনই জামিন ছত্রধর মাহাতোর
জামিন মঞ্জুর ছত্রধর মাহাতোরImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 11, 2023 | 2:37 PM

কলকাতা: রাজধানী এক্সপ্রেস অপহরণে এনআইএ মামলায় ধৃত ছত্রধর মাহাতকে শর্ত সাপেক্ষে জামিন দিল কলকাতা হাইকোর্ট। এই জামিন দেওয়ার ক্ষেত্রে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ সংশয় প্রকাশ করে বলে, আদৌ বিচার শেষ হবে কি? ২০০৯ সালে ঘটনার ১১ বছর পর ২০২০ সালে তদন্ত হাতে নেয় এনআইএ। এই মামলায় এখনও কয়েকজন অভিযুক্ত ফেরার। আবার এনআইএ অভিযোগ করেন, ধৃতদের অনেককে ট্রায়ালে আদালতে পেশ করতেও রাজ্য পুলিশ সহযোগিতা করছে না। এখনও চার্জশিট দেয়নি এনআইএ। এই অবস্থায় তাই ছত্রধরকে জামিন দেওয়ার সিদ্ধান্ত নেয় আদালত। তবে আদালতের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার ঢুকতে পারবেন না ছত্রধর। সপ্তাহে একবার তদন্তকারী অফিসারের কাছে হাজিরা দিতে হবে। আদালতের নির্দেশ, দ্রুত এই ট্রায়াল শেষ করতে উদ্যোগ নিতে হবে জেলা জজকে।

২০২১ সালে ছত্রধর মাহাতোকে গ্রেফতার করে এনআইএ। তাঁর বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। রাজধানী এক্সপ্রেস ‘অপহরণ’ ও প্রবীর মাহাতোকে খুনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

এর আগে ২ ছেলের বিয়ের জন্য শর্তসাপেক্ষে জামিন পেয়েছিলেন ছত্রধর মাহাতো। গত বছর ২ জুলাই থেকে ৮ জুলাই পর্যন্ত ছিল সময়সীমা। অন্তবর্তী জামিনের শেষ দিনে আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন ছত্রধর মাহাতো। আচমকাই বুকে ব্যথা অনুভব করেছিলেন। তাঁকে লালগড় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। পরে আবারও বাড়ি ফিরে বুকে ব্যথা হলে তাঁকে ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়।