BSF: বিএসএফের গুলিতেই ভেস্তে গেল প্ল্যান, প্রায় ৫ কোটির সোনা বাংলাদেশে যাওয়ার আগেই গ্রেফতার সিভিল ইঞ্জিনিয়র

Sayanta Bhattacharya | Edited By: জয়দীপ দাস

Nov 19, 2024 | 2:39 PM

BSF: বিএসএফ সূত্রে খবর, এই বিপুল পরিমাণ সোনা ওই গ্রাম থেকে বাংলাদেশে পাচারের তোড়জোড় চলছিল। কিন্তু, সীমান্ত রক্ষীর হস্তক্ষেপে ভেস্তে যায় সেই ছক। এদিকে বিএসএফ জওয়ানরা ওই সিভিল ইঞ্জিনিয়রের বাড়িতে হানা দিলে আগেই আবার সেই খবর পেয়ে যায় ওই ব্যক্তি।

BSF: বিএসএফের গুলিতেই ভেস্তে গেল প্ল্যান, প্রায় ৫ কোটির সোনা বাংলাদেশে যাওয়ার আগেই গ্রেফতার সিভিল ইঞ্জিনিয়র
ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ
Image Credit source: TV 9 Bangla

Follow Us

কলকাতা: ফের বড় সাফল্য সীমান্ত রক্ষী বাহিনীর। প্রায় সাড়ে চার কোটি টাকার সোনা-সহ ধরা পড়ল এক সিভিল ইঞ্জিনিয়র। তাঁর কাছ থেকে ৫.৯ কেজি সোনা উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। যার বাজার মূল্য ৪.৩৬ কোটি টাকা। চাঞ্চল্যকর ঘটনা তেঁতুলবেরিয়া বর্ডার ফাঁড়ির অন্তর্গত আঁচলপাদা গ্রামে। জানা যাচ্ছে, ওই গ্রামে সোনা মজুতের খবর গোপন সূত্রে এসে পৌঁছায় বিএসএফের কাছে। তারপরই অভিযান। আর তাতেই মেলে সাফল্য। 

বিএসএফ সূত্রে খবর, এই বিপুল পরিমাণ সোনা ওই গ্রাম থেকে বাংলাদেশে পাচারের তোড়জোড় চলছিল। কিন্তু, সীমান্ত রক্ষীর হস্তক্ষেপে ভেস্তে যায় সেই ছক। এদিকে বিএসএফ জওয়ানরা ওই সিভিল ইঞ্জিনিয়রের বাড়িতে হানা দিলে আগেই আবার সেই খবর পেয়ে যায় ওই ব্যক্তি। জওয়ানদের আসতে দেখে চম্পটও দেয়। তখনই আকাশের দিকে তাক করে গুলি চালান বিএসএফ জওয়ান। কাণ্ড দেখে পালাতে গিয়ে হকচকিয়ে যান ওই ব্যক্তি। তখনই তাঁকে পাকড়াও করেন জওয়ানরা। 

এই খবরটিও পড়ুন

তাঁর বাড়ি থেকে ৫.৯ কেজি ওজনের ৫০টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছেয যার বাজার মূল্য ৪.৩৬ কোটি টাকা। প্রাথমিক তদন্তে অনুমান, দ্রুত উপার্জনের রাস্তা খুঁজতেই চোরাচালানের রাস্তা ধরেন ওই ব্যক্তি। এই সোনা তিনি অন্য জায়গা থেকে এনে তিনি নিজের বাড়িতে রেখেছিলেন বলে খবর। ডেলিভারি সম্পূর্ণ হলে পেতেন টাকা। প্রতি ডেলিভারির জন্য ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত বরাদ্দ থাকে বলে খবর। 

Next Article