CM Mamata Banerjee: বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে সদ্যোজাতকে কোলে নিয়ে ঢুকলেন মা, মমতা নাম রাখলেন ঐশী
Mamata Banerjee: এ দিন, ঐশীকে কোলে তুলে নেন মমতা বন্দ্যোপাধ্যায়। আদর করেন। মুখ্যমন্ত্রীর স্নেহে আপ্লুত হয়ে ওঠেন শম্পা। আনন্দে চোখ ছলছল করে ওঠে তাঁর। হয়ত, ভাবতেই পারেনি 'দিদি' নাম রাখবেন তাঁর সন্তানের।

কলকাতা: কখনও চিড়িয়াখানার বিদেশি অতিথি, কখনও মানব সন্তান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নামকরণ করেছেন অনেকে। তাঁর হাত ধরে নতুন পরিচয় পেয়েছেন অনেকে। এবার সেই তালিকা আরও চওড়া হল। আজ সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী নাম রাখলেন পূর্ব বর্ধমানের রায়নার তৃণমূল বিধায়ক শম্পা ধারার মেয়ের।
এদিন, চার মাসের শিশুকে সঙ্গে নিয়ে বিধানসভায় পৌঁছন শম্পা। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে যান তিনি। অনুরোধ করেন তাঁর সন্তানের নাম রাখার জন্য। তখন মুখ্যমন্ত্রী শম্পার ছোট্ট মেয়ের নাম দেন ঐশী। যার অর্থ ‘যে ঈশ্বরিক শক্তিতে পরিপূর্ণ’।এ দিন, ঐশীকে কোলে তুলে নেন মমতা বন্দ্যোপাধ্যায়। আদর করেন। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর স্নেহে আপ্লুত হয়ে ওঠেন শম্পাও। আনন্দে চোখ ছলছল করে ওঠে তাঁর। হয়ত, ভাবতেই পারেনি ‘দিদি’ নাম রাখবেন তাঁর সন্তানের।
শিশুদের কোলে নিয়ে ভালবাসতে, আদর করে বরাবরই দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। কখনও প্রচারে যাওয়ার পথে ছোটদের হাতে লজেন্স তুলে দেন। কখনও বা উপহার দেন। একরত্তিদের কোলে তুলে আদরও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে শালবনি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে গিয়ে প্রসূতি বিভাগে ‘সারপ্রাইজ ভিজিটে’ যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেও এক মায়ের ছোট্ট সন্তানের নামকরণ করেন তিনি। তবে শুধু মানব সন্তানই নয়, দার্জিলিংয়ের চিড়িয়াখানায় গিয়ে দুই তুষারচিতার শাবকের নাম চার্মিং ও ডার্লিং রাখেন মুখ্যমন্ত্রী। ফলে আজ আবার আরও এক শিশু মুখ্যমন্ত্রীর হাত ধরে যে নতুন পরিচয় পেল তা বলাই যায়। 
