Mamata Banerjee: উত্তর মেলেনি! ৮ দিনের মধ্যে মোদীকে দ্বিতীয় চিঠি মমতার

Mamata Banerjee: ধর্ষকদের শাস্তি দিতে কঠোর কেন্দ্রীয় আইন প্রণয়ন করার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন মমতা। দ্রুত বিচারের জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠনের কথাও বলেছিলেন তিনি।

Mamata Banerjee: উত্তর মেলেনি! ৮ দিনের মধ্যে মোদীকে দ্বিতীয় চিঠি মমতার
মমতার চিঠি মোদীকেImage Credit source: GFX- TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 30, 2024 | 2:17 PM

কলকাতা: আরজি কর-কাণ্ডের পর এই নিয়ে পরপর দুবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্ষণের অভিযোগের ক্ষেত্রে দ্রুত শাস্তির দাবি জানিয়ে গত ২২ অগস্ট চিঠি লিখেছিলেন মমতা। আট দিন পর আরও একটি চিঠি পাঠালেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ধর্ষণের মতো অপরাধের ক্ষেত্রে যে আইন প্রণয়নের কথা বলেছিলেন তিনি, তা নিয়ে কোনও উত্তর মেলেনি।

শুক্রবার এক্স মাধ্যমে দ্বিতীয় চিঠি পোস্ট করেছেন মমতা। সেখানে তিনি উল্লেখ করেছেন, নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের তরফ থেকে উত্তর পেলেও, উত্তর দেননি প্রধানমন্ত্রী।

এই খবরটিও পড়ুন

আরজি কর-কাণ্ডের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গত ২২ অগস্ট চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি উল্লেখ করেছিলেন, প্রতিদিন দেশে ৯০টি ধর্ষণের ঘটনা ঘটে, তার মধ্যে অনেক ঘটনায় নির্যাতিতাকে খুনও করা হয়। তাই নৃশংস ঘটনা বন্ধ করার জন্য কঠোর কেন্দ্রীয় আইন আনা দরকার বলে দাবি করেছিলেন তিনি।

পরে নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের মন্ত্রী অন্নপূর্ণা দেবী চিঠি লিখে জানান, ধর্ষণ ও শিশুদের উপর নির্যাতনের মামলার দ্রুত শুনানির জন্য পশ্চিমবঙ্গকে ১২৩টি ফাস্ট ট্র্যাক আদালতের অনুমতি দেওয়া হয়েছে।

এবার মমতা প্রশ্ন তুললেন, এরকম একটি সংবেদনশীল বিষয় হওয়া সত্ত্বেও কেন সরাসরি কোনও উত্তর দিলেন না প্রধানমন্ত্রী মোদী। তিনি আরও বলেছেন, নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের তরফ থেকে উত্তর দেওয়া উত্তরে বিষয়টির গুরুত্ব প্রতিফলিত হয়নি।

মমতার এই দ্বিতীয় চিঠি প্রসঙ্গে কড়া জবাব দিয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের চিঠির কথা উল্লেখ করে তিনি বলেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বলছেন। চিঠি লেখা বন্ধ করে, যে প্রশ্নগুলো উঠছে, তার জবাব দিন।’

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)