Ravichandran Ashwin: হাতের তালুতে সেঞ্চুরি করলেন রবিচন্দ্রন অশ্বিন

India vs Bangladesh 1st Test: সেরা ইনিংসের মধ্যে আসবে গত অস্ট্রেলিয়া সফরের সিডনির সেই ইনিংস। চোট নিয়েও ম্যাচ বাঁচাতে হনুমা বিহারির সঙ্গে দুর্দান্ত একটা পার্টনারশিপ গড়েছিলেন অশ্বিন। প্রয়োজনে যেমন মাটি কামড়ে পড়ে থাকতে পারেন, তেমনই বিধ্বংসী ব্যাটিংও পারেন। সেই রবিচন্দ্রন অশ্বিন আরও একটা সেঞ্চুরিতে বুঝিয়ে দিলেন, হাতের তালুর থেকেও ভালো চেনা চিপক।

Ravichandran Ashwin: হাতের তালুতে সেঞ্চুরি করলেন রবিচন্দ্রন অশ্বিন
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Sep 19, 2024 | 6:02 PM

টেস্ট ক্রিকেটে ৫০০ কিংবা তার বেশি উইকেট নিয়েছেন মাত্র ৯ জন। এঁদের মধ্যে অনেক অলরাউন্ডারই রয়েছেন। ব্যাটিং গড়ে সবচেয়ে এগিয়ে রবিচন্দ্রন অশ্বিন। বয়স ভিত্তিক ক্রিকেটে ব্যাটিং ওপেনও করেছেন। শুধু তাই নয়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং অন্য ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগেও ওপেন করেছেন। বোলার হিসেবে অশ্বিনকে কতটা সম্মান দেওয়া হয়, এ বিষয়ে সন্দেহ নেই। তাঁর সেরা ইনিংসের মধ্যে আসবে গত অস্ট্রেলিয়া সফরের সিডনির সেই ইনিংস। চোট নিয়েও ম্যাচ বাঁচাতে হনুমা বিহারির সঙ্গে দুর্দান্ত একটা পার্টনারশিপ গড়েছিলেন অশ্বিন। প্রয়োজনে যেমন মাটি কামড়ে পড়ে থাকতে পারেন, তেমনই বিধ্বংসী ব্যাটিংও পারেন। সেই রবিচন্দ্রন অশ্বিন আরও একটা সেঞ্চুরিতে বুঝিয়ে দিলেন, হাতের তালুর থেকেও ভালো চেনা চিপক।

তামিলনাডুর ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। ঘরোয়া ক্রিকেটে প্রচুর প্রচুর ম্যাচ খেলেছেন চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে। আন্তর্জাতিক ক্রিকেট তো রয়েইছে। সে কারণেই এই পিচ সম্পর্কে তাঁর থেকে ইনপুট নিয়ে থাকে টিম ম্যানেজমেন্টও। এ বারের পিচ অবশ্য় আলাদা। লাল-মাটির পিচ, বাউন্স রয়েছে, সঙ্গে ঘাসও। শুরুর দিকে বাংলাদেশ পেসারদের দাপটে ব্যাকফুটে ছিল ভারত। কঠিন পরিস্থিতিতে নেমে সেই হাতের তালুতে সেঞ্চুরিও করলেন।

এর আগে পাঁচটি টেস্ট সেঞ্চুরি ছিল অশ্বিনের। রয়েছেন বিদেশের মাটিতেও টেস্ট সেঞ্চুরি। এ বার হোম গ্রাউন্ডে সেঞ্চুরিতে ভারতকে খাদের কিনারা থেকে চালকের আসনে বসালেন অশ্বিন। এমন একটা সময় ক্রিজে নেমেছিলেন, যখন রান তোলাটাই প্রধান উদ্দেশ্য ছিল। ডিফেন্স করলে আরও পিছিয়ে পড়তে হত। কাউন্টার অ্যাটাক, রানিং বিটউইন দ্য উইকেটে অনবদ্য একটা দুটি গড়েন। ৫৮ বলে হাফসেঞ্চুরি করেছিলেন। ১০৬ বলে রবিচন্দ্রন অশ্বিন একটি অন ড্রাইভ মারতেই সকলে হাততালির জন্য প্রস্তুত ছিলেন। রোহিত ধরেই নিয়েছিলেন বাউন্ডারি হচ্ছে। যদিও ২ রান হয়। ৯৯ রানে পৌছঁনোর পর এক বলের অপেক্ষা। ১০৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। এর মধ্যে ১০টি বাউন্ডারি, দুটি ওভার বাউন্ডারি। হোম ক্রাউডের সামনে সেকেন্ড টেস্ট সেঞ্চুরি।