Highest Scores In WODI: প্রথম বার ৪০০ পার… মেয়েদের ওডিআই-তে সর্বাধিক স্কোরে সেরা পাঁচে ভারত!
India Women's Cricket: আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-তে জেমাইমা রডরিগজের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরিতে সেই রেকর্ড ভাঙে ভারত। গত ম্যাচে ৩৭০ রান তুলেছিল ভারতীয় দল। এ বার মেয়েদের ক্রিকেটে ওডিআই-তে সর্বাধিক স্কোরের নিরিখে প্রথম পাঁচে ঢুকে পড়ল ভারত।
স্মৃতি মান্ধানার নেতৃত্বে একের পর এক রেকর্ড ভাঙছে ও গড়ছে ভারতের মহিলা ক্রিকেট দল। আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ আগেই জিতে নিয়েছিল ভারত। তেমনই রেকর্ডও গড়েছিল। এই সিরিজের আগে অবধি মেয়েদের ওডিআই-তে ভারতের সর্বাধিক স্কোর ছিল ৩৫৮। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-তে জেমাইমা রডরিগজের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরিতে সেই রেকর্ড ভাঙে ভারত। গত ম্যাচে ৩৭০ রান তুলেছিল ভারতীয় দল। এ বার মেয়েদের ক্রিকেটে ওডিআই-তে সর্বাধিক স্কোরের নিরিখে প্রথম পাঁচে ঢুকে পড়ল ভারত।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে-তে ৪০০ পার ভারতের। এ দিনও টস ভাগ্য সঙ্গ দেয় স্মৃতি মান্ধানার। ব্যাটিং নিতে কোনও দ্বিধা করেননি। তাঁর বিধ্বংসী শুরুটাই যেন বলে দিচ্ছিল, ঝড় আসতে চলেছে। ভারতীয়দের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন স্মৃতি মান্ধানা। সঙ্গে এই সিরিজে ভারতের প্রাপ্তি ওপেনার প্রতিকা রাওয়ালও কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি করেন। তিনে সুযোগ পেয়ে বিধ্বংসী হাফসেঞ্চুরির ইনিংস রিচা ঘোষের। শেষ অবধি নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৪৩৫ রান করে ভারত।
এই খবরটিও পড়ুন
মেয়েদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক স্কোরের রেকর্ড নিউজিল্যান্ডের দখলে। ২০১৮ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধেই ৪ উইকেটে ৪৯১ রান করেছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় স্থানেও তারাই। পাকিস্তানের বিরুদ্ধে ৫ উইকেটে ৪৫৫ করেছিল নিউজিল্যান্ড। অবাক করা বিষয় যদিও নয়, তৃতীয় স্থানও নিউজিল্যান্ডেরই। সেটি আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৪৪০-৩। চতুর্থ স্থানে উঠে এল ভারত। আয়ারল্যান্ডের বিরুদ্ধে এ দিনের ৪৩৫ রান। রেকর্ডের প্রত্যেকটা ইনিংসই এসেছে প্রথমে ব্যাট করে।