India vs Bangladesh: টপ অর্ডার ব্যর্থ, ভারতকে চালকের আসনে রাখলেন ‘চেন্নাই বয়েজ’

IND vs BAN, 1st Test: লাল মাটির পিচ, বাউন্স, ঘাস --- সব মিলিয়ে বাংলাদেশের পেসারদের কাছে বিরাট কোহলি, রোহিত শর্মারা চাপে পড়েছিলেন। কিন্তু শেষ ইনিংসে ভাগ্য সঙ্গ দিল টিম ইন্ডিয়ার। প্রথম দিন শেষে চালকের আসনে ভারত।

India vs Bangladesh: টপ অর্ডার ব্যর্থ, ভারতকে চালকের আসনে রাখলেন 'চেন্নাই বয়েজ'
India vs Bangladesh: টপ অর্ডার ব্যর্থ, ভারতকে চালকের আসনে রাখলেন 'চেন্নাই বয়েজ'Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Sep 19, 2024 | 5:35 PM

কলকাতা: চিপক টেস্টের তৃতীয় ইনিংসে চেন্নাই বয়েজের বাজিমাত। প্রথম দুটো সেশনে যেখানে বাংলাদেশের বোলারদের দিকে ঝুঁকে পড়ছিল ম্যাচ, সেখানে দিনের শেষ সেশনে মুড়ি-মুড়কির মতো রান তুললেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) ও রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। সপ্তম উইকেটে চিপকে অনবদ্য ব্যাটিং করলেন অশ্বিন-জাডেজা। আইপিএলে সিএসকের হয়ে খেলেন জাডেজা। আর অশ্বিন চেন্নাইয়ের ছেলে। সেই সুবাদে দু’জনের কাছেই চিপক খুব পরিচিত। লাল মাটির পিচ, বাউন্স, ঘাস — সব মিলিয়ে বাংলাদেশের পেসারদের কাছে বিরাট কোহলি, রোহিত শর্মারা চাপে পড়েছিলেন। কিন্তু শেষ ইনিংসে ভাগ্য সঙ্গ দিল টিম ইন্ডিয়ার। প্রথম দিন শেষে চালকের আসনে ভারত।

হোম গ্রাউন্ডে ৫৮ বলে হাফসেঞ্চুরি করেন রবি অশ্বিন। তাঁর সঙ্গে সমানতালে ব্যাটিং চালিয়ে যাচ্ছিলেন রবীন্দ্র জাডেজা। ১১৪ বলে ১০০ রানের পার্টনারশিপ গড়েন অশ্বিন-জাডেজা। চিপকে প্রথম দুই সেশনে নাজমুল হোসেন শান্ত বোলিংয়ে আনেননি সাকিব আল হাসানকে। তাঁকে বোলিংয়ে এনে অবশ্য সেই অর্থে লাভ হয়নি বাংলাদেশের। ৮ ওভার বল করে ৫০ রান খরচ করেছেন সাকিব। পাননি কোনও উইকেট।

তৃতীয় সেশনে অশ্বিন যে সময় সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন, তখন ৭৩ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন জাড্ডু। দিন শেষে অশ্বিন ১১২ বলে ১০২ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। আর জাডেজা রয়েছেন ১১৭ বলে ৮৬ রানে নট আউট। প্রথম দিন ৮০ ওভার খেলা হয়েছে। ভারত তুলেছে ৬ উইকেটে ৩৩৯ রান।

অশ্বিন ও জাডেজাকে নিয়ে যত আলোচনা করা যায় প্রথম দিনের শেষে ঠিক ততটাই আলোচনা করা যায় রোহিত, শুভমন, বিরাটদের নিয়ে। ক্যাপ্টেন রোহিত ও বিরাট ৬ রান করেন। তিনে নেমে গিল শূন্যে আউট হন। লোকেশ রাহুলও দাগ কাটতে ব্যর্থ। তিনি ১৬ রান করেন। প্রথম দুই ইনিংসে ওপেনার যশস্বীর ৫৬ ও পন্থের ৩৯ রানই ভারতকে ভরসা দিয়েছিল। চিপকে প্রথম দিন বাংলাদেশের হাসান মাহমুদের বোলিং নিয়ে বিশেষ করে বলতেই হয়। রোহিত, গিল, বিরাট, পন্থ এই চার উইকেট তাঁর খাতায়। ১টি করে উইকেট নাহিদ রানা ও মেহেদি হাসান মিরাজের। এ বার দেখার দ্বিতীয় দিনের প্রথম সেশনে কতক্ষণ ব্যাটিং করতে পারেন অশ্বিন-জাড্ডুরা। আর ঠিক কতক্ষণে বাকি ৪ উইকেট তুলে নিতে পারেন বাংলাদেশের বোলাররা।