Tapas Roy: ‘ইডি একদিন বাড়ি গিয়েছে, যদি আবার যায়’, নাম না করে তাপসকে খোঁচা মমতার
TMC: ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। তবে এদিনই শিবরাত্রি পড়ায় একদিন আগে নারী দিবসের প্রাক্কালে রাজপথে মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজ স্ট্রিট থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত এই মিছিল হয়। এরপর ধর্মতলায় সভা। যে পথ ধরে মিছিল এগিয়েছে এবং সভা, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে।
কলকাতা: তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তাপস রায়। যে সমস্ত কারণে দল ছেড়েছেন বলে জানান, তার মধ্যে অন্যতম তাঁর বাড়িতে ইডির অভিযানের পর দলনেত্রী একবারও খোঁজ নেননি। পাশে দাঁড়াননি। সোমবার দল ছেড়ে বুধবারই তাপস রায় সল্টলেকে বিজেপির কার্যালয় থেকে পদ্মপতাকা হাতে তুলে নেন। আর বৃহস্পতিবার ধর্মতলার মঞ্চ থেকে নাম না করে তাপস রায়কে খোঁচা মমতা বন্দ্যোপাধ্যায়ের। অন্যদিকে মঞ্চ থেকে ধন্যবাদ জানান কলকাতা উত্তরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও নয়না বন্দ্যোপাধ্যায়কে।
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। তবে এদিনই শিবরাত্রি পড়ায় একদিন আগে নারী দিবসের প্রাক্কালে রাজপথে মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজ স্ট্রিট থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত এই মিছিল হয়। এরপর ধর্মতলায় সভা। যে পথ ধরে মিছিল এগিয়েছে এবং সভা, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে।
এদিন সভামঞ্চ থেকে মমতা বলেন, “আমি আজ সুদীপদা, নয়নাকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানের ব্যবস্থা করার জন্য। খুব ভাল ব্যবস্থা করেছে।” অন্যদিকে এই মঞ্চ থেকেই মমতাকে বলতে শোনা যায়, “ওয়াশিং মেশিন ভাজপা। কেউ কেউ তো ভয়ে আবার চলে যাচ্ছে। বাবা ইডি ধরেছে, একদিন বাড়ি গিয়েছে, যদি আবার যায়। তাকে ফোন করে গদ্দাররা, ইডির লোকেরাই বলে দিচ্ছে বিজেপিতে চলে যাও হয়ে যাবে।”