CBI: বনগাঁয় আচমকা আধা সেনার বুটের আওয়াজ, ‘হানা’ দিল সিবিআই

CBI: ইডির উপর হামলার কথা মাথায় রেখেই শুরু থেকেই তৎপরতা দেখা যায় সিবিআই আধিকারিকদের মধ্যে। এলাকায় নতুন করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, নতুন করে যাতে আইন-শৃঙ্খলার অবনতি না হয় সে বিষয়ে শুরু থেকেই সতর্ক ছিলেন সিবিআই অফিসাররা।

CBI: বনগাঁয় আচমকা আধা সেনার বুটের আওয়াজ, ‘হানা’ দিল সিবিআই
বনগাঁয় সিবিআই Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 07, 2024 | 9:13 PM

কলকাতা: বনগাঁয় সিবিআই। বনগাঁয় যে জায়গায় ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনা ঘটেছিল সেখানে গেল সিবিআইয়ের টিম। এলাকায় কোথায় কোথায় সিসিটিভি আছে সেগুলো চিহ্নিত করা হয়। বনগাঁ থানার পুলিশের সঙ্গে গোটা এলাকা ঘুরে দেখে সিবিআইয়ের টিম। বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়িতে রেশন দুর্নীতিকাণ্ডে তল্লাশিতে এসে এই বনগাঁতেই আক্রমণের মুখে পড়েছিল ইডি। সেই ঘটনার তদন্তভার নেওয়ার পর এবার সেখানেই গেল সিবিআই। এদিন সন্ধ্যাতেই এলাকায় টহল দিতে দেখা গেল সিআরপিএফ জওয়ানদের। সঙ্গে দেখা গেল লোকাল থানার পুলিশকে। 

যে জায়গা দিয়ে শঙ্কর আঢ্যকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছিল, যে জায়গায় ইডির গাড়ির উপর হামলার ঘটনা ঘটেছিল, ভাঙচুর করা হয়েছিল সেই ঘটনাস্থল ঘুরে দেখে সিবিআই। কিন্তু, ইডির উপর হামলার কথা মাথায় রেখেই শুরু থেকেই তৎপরতা দেখা যায় সিবিআই আধিকারিকদের মধ্যে। এলাকায় নতুন করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, নতুন করে যাতে আইন-শৃঙ্খলার অবনতি না হয় সে বিষয়ে শুরু থেকেই সতর্ক ছিলেন সিবিআই অফিসাররা। সে কারণেই প্রচুর আধা সেনা নিয়ে তাঁরা এলাকায় ঢোকেন। তৎপরতা দেখা যায় পুলিশের মধ্যেও। 

বনগাঁ থানার পক্ষ থেকে যে পুলিশ কর্তা এসেছিলেন তিনি সিবিাআই আধিকারিদের শঙ্কর আঢ্যর বাড়ি কোথায় তাও ঘুরিয়ে দেখান। পাশাপাশি ঠিক কোন জায়গায় কীভাবে ঘটনাটা ঘটেছিল সবটা খুলে বলেন। সোজা কথায় এদিনই ঘটনার পুনর্নির্মাণ করে নেন সিবিআই আধিকারিকেরা। প্রসঙ্গত, সম্প্রতি কলকাতা হাইকোর্ট তিনটি মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে। তারমধ্যেই রয়েছে সন্দেশখালির ঘটনা। ৫ জানুয়ারি শাহজাহানের বাহিনীর বিরুদ্ধে ইডির উপর হামলার যে ঘটনা ঘটেছিল তার তদন্ত করছে সিবিআই। দুটি অভিযোগের প্রেক্ষিতে চলছে তদন্ত। ওই একই রাতে শঙ্কর আঢ্যর বাড়ির সামনে ইডি আধিকারিকদের উপর হামলার অভিযোগ উঠেছিল। তারই এখন তদন্ত করছে সিবিআই। এদিন, সিবিআইয়ের একটি টিম সন্দেশখালিও যায়। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। শেখ শাহজাহানের বাড়ির সামনে, আশপাশ ঘুরে দেখেন।