Coal Scam Case: কয়লাকাণ্ডে আবারও মলয় ঘটককে তলব, সঙ্গে ডাক পড়ল বিধায়ক সুশান্তেরও
Coal Scam Case: কয়লাপাচার কাণ্ডে মন্ত্রীর বিরুদ্ধে বেশ কিছু তথ্য প্রমাণ হাতে এসেছে ইডির হাতে। গোটা তদন্তপ্রক্রিয়ায় মলয় ঘটকের বয়ান রেকর্ড করতে চান তদন্তকারীরা। কিন্তু সেটা কোনও মূল্যেই করতে পারছেন না তদন্তকারীরা।
কলকাতা: কয়লাকাণ্ডে আবার তলব মন্ত্রী মলয় ঘটককে। এবার ইডি দিল্লিতে তলব করেছে তাঁকে। শুক্রবার হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। এই নিয়ে মলয় ঘটককে চতুর্থবার তলব করা হয়েছে। বাগমুণ্ডির তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতোকেও তলব করেছে ইডি। সুশান্ত অবশ্য এই প্রথমবার ইডির মুখোমুখি হবেন।
ইডি সূত্রে খবর, এটাই মলয় ঘটককে শেষ নোটিস পাঠানো হয়েছে। এরপর যদি তিনি হাজিরা এড়ান, তাহলে মলয় ঘটকের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করা হবে বলে ইডি সূত্রে জানা গিয়েছে।
এর আগে গত ৭ ফেব্রুয়ারি মলয় ঘটককে তলব করেছিল ইডি। ৮ ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার দিল্লির ইডি দফতরে তাঁকে হাজিরা দিতে বলা হয়। তিনি হাজিরা এড়িয়েছিলেন। ২ ফেব্রুয়ারিও হাজিরার নির্দেশ দিয়েছিল ইডি। কিন্তু বারবারই কোভিডের কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়িয়েছেন।
কয়লাপাচার কাণ্ডে মন্ত্রীর বিরুদ্ধে বেশ কিছু তথ্য প্রমাণ হাতে এসেছে ইডির হাতে। গোটা তদন্তপ্রক্রিয়ায় মলয় ঘটকের বয়ান রেকর্ড করতে চান তদন্তকারীরা। কিন্তু সেটা কোনও মূল্যেই করতে পারছেন না তদন্তকারীরা।
এর আগে ইডি-র র্যাডারে পুরুলিয়ার বাঘমুণ্ডির বিধায়ক সুশান্ত মাহাতো। কয়লা পাচারকাণ্ডে একাধিক অভিযুক্তের সঙ্গে কথা বলে তাঁর নাম হাতে পেয়েছেন তদন্তকারীরা। তাঁকে এক্ষেত্রে জিজ্ঞাসাবাদ করাটা অত্যন্ত জরুরি বলে মনে করছেন তাঁরা। সুশান্তকে এবিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, মিটিং-এর জন্য কলকাতাতেই আছেন। এরকম কোনও নোটিস তিনি এখনও পাননি বলে দাবি করেছেন। নোটিস হাতে পেলে তিনি বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দেবেন বলে জানান।
যদিও এই তলব নিয়ে এখনও পর্যন্ত মন্ত্রী মলয় ঘটকের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে কোভিডের বাড়বাড়ন্তের কারণ দর্শিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছেন মলয় ঘটক। সেক্ষেত্রে এবার তিনি আদৌ হাজিরা দেন কিনা, সেটাই দেখার।