ফের কিছুটা বাড়ল দেশের দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৭৮৬ জন। গতকালই আক্রান্তের সংখ্যা ছিল ৪৫ হাজারের কিছু বেশি। গত একদিনে করোনা সংক্রমণের জেরে মৃত্যু হয়েছে ১ হাজার ৫ জনের। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৬১ হাজার ৫৮৮ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৪ লক্ষ ১১ হাজার ৬৩৪-এ, এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৯৪ লক্ষ ৮৮ হাজার ৯১৮ জন। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৫ লক্ষ ২৩ হাজার ২৫৭। করোনা সংক্রান্ত যাবতীয় তথ্য দেখে নিন একনজরে-
কলকাতা: দেড় হাজারের নীচে নেমেও ফের বৃদ্ধি পেল রাজ্যের করোনা সংক্রমণ। যদিও দৈনিক মৃত্যুর সংখ্যা আশাব্যঞ্জকভাবে কমেছে। আশা জাগাচ্ছে দক্ষিণবঙ্গের কমতে থাকা মৃত্যু। কিন্তু একই ভাবে চিন্তায় রাখছে উত্তরবঙ্গের কয়েকটি জেলা। মৃত্যু আচমকাই বেড়েছে সেখানে। বৃহস্পতিবার রাজ্যের ১২ টি জেলায় নতুন করে প্রাণ কাড়েনি করোনা। তবে কলকাতা ও উত্তর ২৪ পরগনার মৃত্যু কমায় স্বস্তি মিলেছে অনেকটাই।
বৃহস্পতিবার নতুন করে রাজ্যে কোভিডে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫০১ জন। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৪৭৮ জন। শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৭ জনের। গতকাল এই মৃত্যুর সংখ্যা ছিল ২৯। অন্যদিকে, রাজ্যের বর্তমান সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ২০ হাজার ১৭০ জন। রাজ্যে বর্তমান সুস্থতার হার ৯৭.৪৮ শতাংশ। একদিনে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৮৯ জন। শেষ ২৪ ঘণ্টায় মোট ৫৪ হাজার ৭৪১ টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটির হার ২.৭৪ শতাংশ।
সবিস্তারে পড়ুন: উত্তরের দুই জেলায় লাফিয়ে বাড়ল মৃত্যু, বৃদ্ধি সংক্রমণেও, দক্ষিণে কামড় আলগা করোনার
পরীক্ষামূলক ট্রায়ালের শুরুতেই ধাক্কা খেল সেরাম সংস্থার নতুন করোনা টিকা কোভোভ্যাক্স (Covovax)। গত সোমবারই ২ থেকে ১৭ বছর বয়সীদের উপর দ্বিতীয় ও তৃতীয় দফার ট্রায়াল চালানোর আবেদন জানিয়েছিল সেরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়া (Serum Institute of India), তবে বুধবার বিশেষজ্ঞ কমিটির তরফে আপাতত সেই শিশুদের উপর ট্রায়াল চালানো থেকে বিরত থাকতে বলা হল।
বিস্তারিত পড়ুন: শিশুদের টিকাকরণের দৌড়ে পিছিয়ে সেরাম সংস্থা, কোভোভ্যাক্সের ট্রায়ালে ‘না’ বিশেষজ্ঞ কমিটির
ভারতে ভ্যাকসিনের তালিকা বাড়ছে ক্রমশ। এ বার জরুরি ভিত্তিতে প্রয়োগের (Emergency Use Authorization) আবেদন জানাল জাইডাস ক্যাডিলা (Zydus Cadila)-ও। বৃহস্পতিবারই সংস্থার তরফে ভারতে এই করোনা ভ্যাকসিনের অনুমোদনের জন্য নিয়ামক সংস্থা ডিসিজিই (DCGI)-র কাছে আবেদন জানানো হয়। অনুমতি মিললে বছরে ১২ কোটি টিকা প্রস্তুত করার লক্ষ্য স্থির করা হয়েছে।
বিস্তারিত পড়ুন: বাড়ছে দেশের টিকা তালিকা, জরুরিভিত্তিতে প্রয়োগের আবেদন জানাল জাইডাস ক্যাডিলাও
করোনামুক্ত হয়েও মিলছে না শান্তি। পটনার অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্সের (Patna AIIMS) তরফে করা সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গিয়েছে, করোনার দ্বিতীয় ঢেউয়ে (Second Wave of COVID-19) যারা আক্রান্ত হয়েছিলেন, সুস্থ হয়ে ওঠার পরও রক্তে শর্করার মাত্রা (Blood Sugar Level) অস্বাভাবিক মাত্রায় বৃদ্ধি পেয়েছে।
বিস্তারিত পড়ুন :করোনামুক্তিতেও নেই স্বস্তি, সুস্থ ব্যক্তিদের রক্তে অস্বাভাবিক মাত্রায় বাড়ছে শর্করা: এইমস সমীক্ষা
মিজোরামে ফের বাড়ল করোনা সংক্রমণ। বুধবার রাজ্যে নতুন করে ৪১৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এই নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ হাজার ৪৯২। বর্তমানে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ৪ হাজার ২১১।
Mizoram reported 417 new #COVID19 cases on Wednesday, taking the case tally to 20,492 in the state.
Active cases: 4,211
Total recoveries: 16,188
Death toll: 93 pic.twitter.com/tMTkDOYfsc— ANI (@ANI) July 1, 2021
দেশকে করোনামুক্ত করার যাবতীয় প্রচেষ্টায় জল ঢেলে দিয়েছে “অতি সংক্রামক” ডেল্টা ভ্যারিয়েন্ট (Delta Variant)। ব্রিটেনের পর এ বার আমেরিকাও উদ্বেগ প্রকাশ করল করোনার এই প্রজাতি নিয়ে। মঙ্গলবার আমেরিকার সংক্রামক রোগ বিশেষজ্ঞ তথা হোয়াইট হাউসের মুখ্য স্বাস্থ্য পরামর্শদাতা ডঃ অ্যান্টনি ফৌসি (Antony Fauci)-ও বলেন, “আমেরিকাকে করোনামুক্ত করার পথে সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ডেল্টা ভ্যারিয়েন্ট।”
বিস্তারিত পড়ুন: করোনামুক্ত হওয়ার পথে ‘কাঁটা’ ডেল্টা ভ্যারিয়েন্ট, মজুত ‘অস্ত্রে’র খোঁজও দিলেন ফৌসি