বাড়ছে দেশের টিকা তালিকা, জরুরিভিত্তিতে প্রয়োগের আবেদন জানাল জাইডাস ক্যাডিলাও

Zydus Cadila Emergency Use Authorization: কোভিশিল্ড, কোভ্যাক্সিনের পর রাশিয়ার স্পুটনিক-ভি ও সম্প্রতিই মডার্নার ভ্যাকসিনও অনুমোদন পেয়েছে। এ বার সেই তালিকায় পঞ্চম নাম হতে চলেছে জাইডাস ক্যাডিলার।

বাড়ছে দেশের টিকা তালিকা, জরুরিভিত্তিতে প্রয়োগের আবেদন জানাল জাইডাস ক্যাডিলাও
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Jul 01, 2021 | 9:07 AM

বেঙ্গালুরু: ভারতে ভ্যাকসিনের তালিকা বাড়ছে ক্রমশ। এ বার জরুরি ভিত্তিতে প্রয়োগের (Emergency Use Authorization) আবেদন জানাল জাইডাস ক্যাডিলা (Zydus Cadila)-ও। বৃহস্পতিবারই সংস্থার তরফে ভারতে এই করোনা ভ্যাকসিনের অনুমোদনের জন্য নিয়ামক সংস্থা ডিসিজিই (DCGI)-র কাছে আবেদন জানানো হয়। অনুমতি মিললে বছরে ১২ কোটি টিকা প্রস্তুত করার লক্ষ্য স্থির করা হয়েছে।

কোভিশিল্ড, কোভ্যাক্সিনের পর রাশিয়ার স্পুটনিক-ভি ও সম্প্রতিই মডার্নার ভ্যাকসিনও অনুমোদন পেয়েছে। এ বার সেই তালিকায় পঞ্চম নাম হতে চলেছে জাইডাস ক্যাডিলার। চলতি মাসের শুরুতেই সংস্থার তরফে জানানো হয়েছিল, তৃতীয় পর্বের ট্রায়ালের তথ্য প্রস্তুত রয়েছে। কয়েকদিনের মধ্যেই জরুরিভিত্তিতে প্রয়োগের আবেদন জানানো হবে।

ডিএনএ প্লাজমার উপর ভিত্তি করে গঠিত জাইডাস ক্যাডিলা তিন ডোজ়ের ভ্যাকসিন। ২ ডিগ্রি থেকে ৪ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সংরক্ষিত থাকে জাইকোভ-ডি। ইতিমধ্যেই ডিপার্টমেন্ট অব বায়োটেকনোলজির কাছ থেকে অনুমোদন পেয়েছে এই প্রতিষেধক।

সংস্থার তরফে জানানো হয়েছে, দেশে মোট ২৮ হাজার স্বেচ্ছাসেবকদের উপর পরীক্ষামূলক ট্রায়াল চালানো হয়েছে। এরমধ্যে ১ হাজার জন ১২ থেকে ১৮ বছর বয়সীওএ ছিল। প্রতিটি বয়সসীমার ক্ষেত্রেই ভাল ফল দেখিয়েছে এই ভ্যাকসিন। সুতরাং সংক্রমণের তৃতীয় ঢেউ থেকে বাঁচতে শিশুদের টিকাকরণও শুরু করা যেতে পারে এই ভ্যাকসিনের মাধ্যমে।

অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টকেও রুখতে সক্ষম এই ভ্যাকসিন, এমনটাই জানানো হয়েছে সংস্থার বিবৃতিতে। সমস্ত তথ্য ঠিক থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই দেশের টিকা ঘাটতি মিটে যাবে এবং বছর শেষের মধ্যে সমস্ত মানুষকে টিকাকরণের লক্ষ্যমাত্রাও পূরণ হয়ে যাবে।