উত্তরের দুই জেলায় লাফিয়ে বাড়ল মৃত্যু, বৃদ্ধি সংক্রমণেও, দক্ষিণে কামড় আলগা করোনার

West Bengal Covid 19 Update: রাজ্যের বর্তমান সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ২০ হাজার ১৭০ জন। রাজ্যে বর্তমান সুস্থতার হার ৯৭.৪৮ শতাংশ।

উত্তরের দুই জেলায় লাফিয়ে বাড়ল মৃত্যু, বৃদ্ধি সংক্রমণেও, দক্ষিণে কামড় আলগা করোনার
প্রতীকী চিত্র
Follow Us:
| Updated on: Jul 01, 2021 | 10:32 PM

কলকাতা: দেড় হাজারের নীচে নেমেও ফের বৃদ্ধি পেল রাজ্যের করোনা সংক্রমণ। যদিও দৈনিক মৃত্যুর সংখ্যা আশাব্যঞ্জকভাবে কমেছে। আশা জাগাচ্ছে দক্ষিণবঙ্গের কমতে থাকা মৃত্যু। কিন্তু একই ভাবে চিন্তায় রাখছে উত্তরবঙ্গের কয়েকটি জেলা। মৃত্যু আচমকাই বেড়েছে সেখানে। বৃহস্পতিবার রাজ্যের ১২ টি জেলায় নতুন করে প্রাণ কাড়েনি করোনা। তবে কলকাতা ও উত্তর ২৪ পরগনার মৃত্যু কমায় স্বস্তি মিলেছে অনেকটাই।

বৃহস্পতিবার নতুন করে রাজ্যে কোভিডে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫০১ জন। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৪৭৮ জন। শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৭ জনের। গতকাল এই মৃত্যুর সংখ্যা ছিল ২৯। অন্যদিকে, রাজ্যের বর্তমান সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ২০ হাজার ১৭০ জন। রাজ্যে বর্তমান সুস্থতার হার ৯৭.৪৮ শতাংশ। একদিনে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৮৯ জন। শেষ ২৪ ঘণ্টায় মোট ৫৪ হাজার ৭৪১ টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটির হার ২.৭৪ শতাংশ।

দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ২০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৩ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-১।

কোচবিহার– গতকাল আক্রান্ত ৮৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮৯ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ১৫০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫৩ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-৪।

কালিম্পং– গতকাল আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ৬১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১৪। মৃত্যু: বুধবার-১, বৃহস্পতিবার-৩।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৬ জন। মৃত্যু: বুধবার-১, বৃহস্পতিবার-০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ২৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

মালদহ– গতকাল আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩ জন। মৃত্যু: বুধবার-১, বৃহস্পতিবার-০।

নদিয়া– গতকাল আক্রান্ত ৮২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯৭ জন। মৃত্যু: বুধবার-৪, বৃহস্পতিবার-৩।

বীরভূম– গতকাল আক্রান্ত ২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ৫৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৪ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৪৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৫ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১৪৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩৮ জন। বুধবার-২, বৃহস্পতিবার-০।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৯২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮২ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-১।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৩ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ৪৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৯ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-৩।

হাওড়া– গতকাল আক্রান্ত ১০৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১৬ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-১।

হুগলি– গতকাল আক্রান্ত ৬৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১২ জন। মৃত্যু: বুধবার-২, বৃহস্পতিবার-২।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১৫৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২২৭ জন। বুধবার-১০, বৃহস্পতিবার-৪।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৯৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২১ জন। মৃত্যু: বুধবার-১, বৃহস্পতিবার-১।

কলকাতা– গতকাল আক্রান্ত ১৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬৭ জন। মৃত্যু: বুধবার-৭, বৃহস্পতিবার-৪।