Corona Update: রাজ্যে সামান্য কমল করোনায় দৈনিক মৃত্যু, দৈনিক সংক্রমণও ২ হাজারের নীচে
Covid Bulletin: গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮১৭ জন।
কলকাতা: পর পর দু’দিন ২ হাজারের নীচে রাজ্যের কোভিড সংক্রমণ। শনিবার পশ্চিমবঙ্গে দৈনিক সংক্রমণ ছিল ১ হাজার ৮৪৪। রবিবার তা আরও কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮১৭ জন। একদিনে কমেছে মৃত্যুও। এই সময়ের মধ্যে ৬ জন মারা গিয়েছেন কোভিডে। পজিটিভিটি রেট ১২.৪ শতাংশ। শনিবার যা ছিল ১২.৬৪ শতাংশ। রবিবার সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৩ হাজার ১৬৮ জন।
এক নজরে দেখে নেওয়া যাক রাজ্যের বিভিন্ন জেলার করোনা পরিস্থিতি –
কলকাতা – রবিবার আক্রান্ত ৩১৬। শনিবার আক্রান্ত ২৬৬ ।
উত্তর ২৪ পরগনা – রবিবার আক্রান্ত ২৩৪। শনিবার আক্রান্ত ৩০৬।
দক্ষিণ ২৪ পরগনা – রবিবার আক্রান্ত ৬০। শনিবার আক্রান্ত ৯৭ ।
হাওড়া – রবিবার আক্রান্ত ৪৮। শনিবার আক্রান্ত ৫৬।
নদিয়া – রবিবার আক্রান্ত ৬২। শনিবার আক্রান্ত ২০।
পশ্চিম বর্ধমান – রবিবার আক্রান্ত ৯৪। শনিবার আক্রান্ত ১৩৯।
পশ্চিম মেদিনীপুর- রবিবার আক্রান্ত ৬৯। শনিবার আক্রান্ত ৮১।
দার্জিলিং- রবিবার আক্রান্ত ৬৭। শনিবার আক্রান্ত ৮৩।
বীরভূম- রবিবার আক্রান্ত ২৩৮। শনিবার আক্রান্ত ১৪৯।
পূর্ব বর্ধমান- রবিবার আক্রান্ত ৯৩। শনিবার আক্রান্ত ৮৭।
পূর্ব মেদিনীপুর – রবিবার আক্রান্ত ১৯। শনিবার আক্রান্ত ১৭।
জলপাইগুড়ি – রবিবার আক্রান্ত ১১৩। শনিবার আক্রান্ত ১০০।
মুর্শিদাবাদ- রবিবার আক্রান্ত ২৬। শনিবার আক্রান্ত ২৯।
মালদহ – রবিবার আক্রান্ত ৭৯। শনিবার আক্রান্ত ৭৮।
উত্তর দিনাজপুর – রবিবার আক্রান্ত ২৬। শনিবার আক্রান্ত ২৯।
আলিপুরদুয়ার – রবিবার আক্রান্ত ২৯। শনিবার আক্রান্ত ২৫।
বাঁকুড়া – রবিবার আক্রান্ত ২৮। শনিবার আক্রান্ত ৩৩।
দক্ষিণ দিনাজপুর – রবিবার আক্রান্ত ৬৯। শনিবার আক্রান্ত ৭৫।
পুরুলিয়া – রবিবার আক্রান্ত ৫০। শনিবার আক্রান্ত ৬৫।
ঝাড়গ্রাম – রবিবার আক্রান্ত ১। শনিবার আক্রান্ত ৬ ।
কোচবিহার – রবিবার আক্রান্ত ৩২। শনিবার আক্রান্ত ৪০।
কালিম্পং – রবিবার আক্রান্ত ৭। শনিবার আক্রান্ত ৪।
হুগলি- রবিবার আক্রান্ত । শনিবার আক্রান্ত ৫৯।