AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

COVID Update: টানা ৫ দিন, দৈনিক সংক্রমণ ৭০০-র কম; স্বস্তি দিচ্ছে রাজ্যের করোনা গ্রাফ

Coronavirus cases in West Bengal: শনিবার সকাল ৯ টা থেকে রবিবার সকাল ৯ টার মধ্যে বাংলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৬২০। রাজ্য স্বাস্থ্য দফতরের আজকের বুলেটিন অনুযায়ী, ১০ জনের মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়ে।

COVID Update: টানা ৫ দিন, দৈনিক সংক্রমণ ৭০০-র কম; স্বস্তি দিচ্ছে রাজ্যের করোনা গ্রাফ
কিছুটা স্বস্তি দিচ্ছে করোনা। ফাইল চিত্র।
| Edited By: | Updated on: Dec 05, 2021 | 8:27 PM
Share

কলকাতা : দেশে ওমিক্রন আতঙ্ক ক্রমশ বাড়ছে। এখনও পর্যন্ত মোট ১২ জনের নমুনায় এই ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে। তবে এই পরিস্থিতিতেও রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা কমছে। গত পাঁচ দিন ধরে ৭০০-র কমই রয়েছে রাজ্যের দৈনিক সংক্রমণ। শনিবার সকাল ৯ টা থেকে রবিবার সকাল ৯ টার মধ্যে বাংলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৬২০। রাজ্য স্বাস্থ্য দফতরের আজকের বুলেটিন অনুযায়ী, ১০ জনের মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়ে।

শেষ ২৪ ঘণ্টায় ৪০ হাজার ২৩১ টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে। পাশাপাশি সুস্থও হয়ে উঠছেন অনেকে। সর্বশেষ বুলেটিন অনুযায়ী সুস্থ হয়েছেন ৬২৭ জন। রবিবারের বুলেটিন অনুযায়ী, পজিটিভিটি রেট ১.৫৪ শতাংশ।

রাজ্যের জেলাওয়াড়ি করোনা পরিস্থিতি একনজরে

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: শনিবার- ০, রবিবার-০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ১৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১ জন। মৃত্যু: শনিবার- ০, রবিবার-০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ২৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১ জন। মৃত্যু: শনিবার- ০, রবিবার-০।

কালিম্পং– গতকাল আক্রান্ত ৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২ জন। মৃত্যু: শনিবার- ০, রবিবার-০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ১৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪। মৃত্যু: শনিবার- ১, রবিবার-০।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: শনিবার- ০, রবিবার-০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ১০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫ জন। মৃত্যু: শনিবার- ০, রবিবার-০।

মালদহ– গতকাল আক্রান্ত ১৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ ৯ জন। মৃত্যু: শনিবার- ০, রবিবার-০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ১০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: শনিবার- ০, রবিবার-০।

নদিয়া– গতকাল আক্রান্ত ২৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ৩০ আক্রান্ত জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৩ জন। মৃত্যু: শনিবার- ০, রবিবার-০।

বীরভূম– গতকাল আক্রান্ত ১১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ২১ আক্রান্ত জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪ জন। মৃত্যু: শনিবার- ০, রবিবার-০।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২ জন। মৃত্যু: শনিবার- ০, রবিবার-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ১৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১ জন। মৃত্যু: শনিবার- ০, রবিবার-০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩ জন। মৃত্যু: শনিবার- ০, রবিবার-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১১ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২ জন। মৃত্যু: শনিবার- ০, রবিবার-০।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৬ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮ জন। মৃত্যু: শনিবার- ০, রবিবার-০।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ৯ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪ জন। মৃত্যু: শনিবার- ০, রবিবার-০।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ৯ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০ জন। মৃত্যু: শনিবার- ০, রবিবার-০।

হাওড়া– গতকাল আক্রান্ত ৪৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৬ জন। মৃত্যু: শনিবার- ১, রবিবার-০।

হুগলি– গতকাল আক্রান্ত ৫০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫০ জন। মৃত্যু: শনিবার- ০, রবিবার-৩।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৯১ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১৩ জন। মৃত্যু: শনিবার- ৪, রবিবার-৪।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৫০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫২ জন। মৃত্যু: শনিবার- ১, রবিবার-২।

কলকাতা– গতকাল আক্রান্ত ১৮৫ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭৩ জন। মৃত্যু: শনিবার- ৪, রবিবার-১।

আরও পড়ুন : Omicron Symptoms : দুর্বল শরীর, গলায়-গায়ে ব্যাথার অনুভূতি; ওমিক্রনে আক্রান্ত পাঁচ ব্যক্তির মধ্যে কী কী উপসর্গ?