Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এক্সক্লুসিভ: রাজ্যে করোনা কতটা ভয়ঙ্কর হতে পারে, তার উপসর্গ দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞরা

স্বাস্থ্য দফতরের তথ্য বলছে, গত ৫ এপ্রিল পর্যন্ত রাজ্যের মোট সাড়ে এগারো হাজার আক্রান্তের মধ্যে ৯৮৬১ জন‌ই হোম আইসোলেশনে রয়েছেন। সব মিলিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের বক্তব্য, পরিস্থিতি মোটেই ভাল নয়

এক্সক্লুসিভ: রাজ্যে করোনা কতটা ভয়ঙ্কর হতে পারে, তার উপসর্গ দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞরা
ছবি- পিটিআই
Follow Us:
| Updated on: Apr 07, 2021 | 3:22 PM

সৌরভ দত্ত: ভোট তৃতীয়া শেষে দুশ্চিন্তার বলিরেখা তৈরি করল রাজ্যের করোনা পরিস্থিতি। আক্ষরিক অর্থেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা। প্রতিদিনের করোনা বুলেটিন তো বটেই যার প্রতিফলন ঘটেছে স্বাস্থ্য দফতরের অভ্যন্তরীণ করোনা রিপোর্টেও। গত সপ্তাহের তুলনায় দ্বিগুণ হয়েছে সাপ্তাহিক পজিটিভিটি রেট। সাতদিনের ব্যবধানে নতুন আক্রান্তের সংখ্যা এবং প্রতিদিনের গড় আক্রান্তের সংখ্যাও দ্বিগুণ! ধারাবাহিক ভাবে কমছে সুস্থতার হার। মৃত্যুর পরিসংখ্যানে এতদিন যে স্বস্তি ছিল এবার তা-ও উধাও হতে শুরু করেছে।

স্বাস্থ্য দফতরের অভ্যন্তরীণ রিপোর্ট অনুযায়ী, ৭দিন আগেও রাজ্যের পজিটিভিটি রেট ছিল ২.৭৪%। তা এখন বেড়ে হয়েছে ৫.৯৩%! দশ থেকে একুশটি জেলায় এখন করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। শীর্ষে কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বীরভূম এবং পশ্চিম বর্ধমান। কেন এমন পরিসংখ্যান তা গত সাতদিনে মোট আক্রান্তের সংখ্যা থেকেই স্পষ্ট। এক সপ্তাহ আগে ৭দিনে মোট আক্রান্তের সংখ্যা ছিল ৪৩০৬। এখন সেটাই হল ১০ হাজার ২৭১। সাতদিনে গড় আক্রান্তের সংখ্যা ৬১৫ থেকে বেড়ে হয়েছে ১৪৬৭। এ সবের ফলে রাজ্যের অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৫১৫২ থেকে বেড়ে হয়েছে ১১ হাজার ৪৪৬। সুস্থতার হার ৯৭.৩৬% থেকে কমে দাঁড়িয়েছে ৯৬.৩৪%। স্বস্তি বলতে মৃত্যুহার। ০.৩৯% থেকে এ সপ্তাহে মৃত্যুহার কিঞ্চিৎ কমে হয়েছে ০.২২%।

Corona_Graphics

কিন্তু কতদিন সেই স্বস্তি বজায় থাকবে তা নিয়ে সন্দিহান স্বাস্থ্য দফতরের আধিকারিকদের একাংশ। তাঁরা বলছেন, মঙ্গলবার যে ৭ জনের মৃত্যু স্বাস্থ্য দফতরের করোনা বুলেটিনে দেখানো হয়েছে তা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে রেকর্ড শুধু নয়। প্রতিটি মৃত্যু হাসপাতালে আক্রান্তকে ভর্তি করানোর ৪৮ ঘণ্টার মধ্যে হয়েছে। স্বাস্থ্য আধিকারিকদের বক্তব্য, এর অর্থ একেবারে শেষ মুহূর্তে রোগীকে হাসপাতালে আনা হচ্ছে। এই প্রবণতা জারি থাকলে হোম আইসোলেশনে থাকা রোগীদের মধ্যে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে মনে করছেন স্বাস্থ্য ভবনের আধিকারিকদের একাংশ। স্বাস্থ্য দফতরের তথ্য বলছে, গত ৫ এপ্রিল পর্যন্ত রাজ্যের মোট সাড়ে এগারো হাজার আক্রান্তের মধ্যে ৯৮৬১ জন‌ই হোম আইসোলেশনে রয়েছেন। সব মিলিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের বক্তব্য, পরিস্থিতি মোটেই ভাল নয়।

Corona_GFX

বেলেঘাটা আইডি-র চিকিৎসক, করোনা বিশেষজ্ঞ কৌশিক চৌধুরী জানান, দ্বিতীয় ওয়েভের গতি অনেকটা বেশি। প্রতি দিন আগে ১০ জন করে ভর্তি হলে এখন ভর্তি হচ্ছেন ১৫ থেকে ২০ জন। তাঁদের শারীরিক অবস্থা গুরুতর কিনা এই মুহূর্তে বলা যাবে না। কিন্তু যে গতিতে এগোচ্ছে, আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে, কৌশিকবাবু আশঙ্কা করছেন, এবার পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে। মৃত্যুর সংখ্যাও বাড়বে। তাঁর দাবি, কম বয়সীদের মধ্যে আক্রান্ত একটু বেশি। আগে ১০ জন আশঙ্কাজনক রোগীর মধ্যে ৭ জনের বয়স ছিল ৬৫ বছরের উর্ধ্বে। এ বার সেই হার পঞ্চাশ-পঞ্চাশ। হোম আইসোলেশনে থাকা অনেকেই আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হচ্ছেন।

আরও পড়ুন- দেশ জুড়ে করোনার উর্ধ্বমুখী গ্রাফ, বড় সিদ্ধান্ত নিল রেল!

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, চিকিৎসক অনির্বাণ দোলুই বলেন, “এক মাসের মধ্যে প্রতিষেধক প্রক্রিয়া সম্পূর্ণ করতে না পারলে, রাজ্যে নেতিবাচক পরিস্থিতি তৈরি হতে পারে। করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক হয়েছে। এ বারে করোনা সংক্রমণ আরও ভয়ঙ্কর। জ্বর, ডায়েরিয়া, গা-হাত পা ব্যাথ্যা, দুর্বলতার মতো উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন রোগীরা।”

বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'