Bikash Bhattacharya: পেসমেকার বসানো হল বিকাশরঞ্জন ভট্টাচার্যের বুকে, আরোগ্যবার্তা শুভেন্দুর
CPIM: বৃহস্পতিবার পঞ্চমীর দুপুরে হঠাৎই শরীরে অস্বস্তি বোধ করেন বিকাশ ভট্টাচার্য। এরপরই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। চিকিৎসকরা পরীক্ষানিরীক্ষা করে পেসমেকার বসানোর পরামর্শ দেন। রাতেই বুকে বসানো হয় পেসমেকার।
কলকাতা: হাসপাতালে ভর্তি বিকাশরঞ্জন ভট্টাচার্য। বৃহস্পতিবার সন্ধ্যায় সন্তোষপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় রাজ্যসভার এই সিপিএম সাংসদকে। তাঁর বুকে পেসমেকার বসানো হয়েছে। বেসরকারি হাসপাতাল সূত্রে খবর এখন স্থিতিশীল বিকাশবাবু। তবে নজরদারির জন্য আরও কয়েকদিন হাসপাতালে রাখা হবে তাঁকে।
বৃহস্পতিবার পঞ্চমীর দুপুরে হঠাৎই শরীরে অস্বস্তি বোধ করেন বিকাশ ভট্টাচার্য। এরপরই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। চিকিৎসকরা পরীক্ষানিরীক্ষা করে পেসমেকার বসানোর পরামর্শ দেন। রাতেই বুকে বসানো হয় পেসমেকার।
৭০-এর কোঠায় বয়স বিকাশ ভট্টাচার্যর। তবে অত্যন্ত সক্রিয় তিনি। শুধু সাংসদই নন, হাইকোর্টের আইনজীবীও। নিয়মিত তিনি কোর্টে যান। নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু মামলায় আইনজীবী তিনি। তবে চিকিৎসকরা বলছেন, পেসমেকার বসানো এখন খুব । কিছু বিষয়ে খেয়াল রেখে দিব্যি স্বাভাবিক জীবনযাপন করা যায়।
Rajya Sabha MP and eminent Lawyer of Calcutta High Court & Supreme Court; Shri Bikash Ranjan Bhattacharya has undergone Pacemaker Implantation Surgery. I wish him a speedy recovery and hope to see him back in the Courtroom at the earliest.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) October 20, 2023
বিকাশবাবুর দ্রুত সুস্থতা কামনা করে এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লেখেন, ‘রাজ্য়সভার সাংসদ ও কলকাতা হাইকোর্ট-সুপ্রিম কোর্টের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বুকে পেসমেকার বসানো হয়েছে। তাঁর দ্রুত সুস্থতা কামনা করি। খুব তাড়াতাড়ি তাঁকে কোর্টরুমে দেখার অপেক্ষায় রইলাম। ‘