Kalighater Kaku: অনেকদিন এসএসকেএমে ‘কালীঘাটের কাকু’, এবার কণ্ঠস্বরের নমুনা নিতে তৎপর ইডি
ED: নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন সুজয়কৃষ্ণ ভদ্র। গ্রেফতারির পর থেকেই তিনি নানা শারীরিক অসুস্থতার দাবি করেছেন। স্ত্রী বিয়োগের পর জেল থেকে বাড়ি ফিরেছিলেন প্যারলে। এরপর অসুস্থ হয়ে সোজা এসএসকেএম হাসপাতালে। বুকের ব্যাথা, চিকিৎসা, অস্ত্রোপচার-সব মিলিয়ে ২ মাস কেটে গিয়েছে।
কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’কে কণ্ঠস্বরের নমুনা দিতে নির্দেশ দিল বিশেষ ইডি আদালত। এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন কালীঘাটের কাকু কণ্ঠস্বরের নমুনা দেওয়ার মতো শারীরিক অবস্থায় রয়েছেন বলে রিপোর্ট দিয়ে জানিয়েছে মেডিক্যাল টিম। তাই ইডির আবেদনের ভিত্তিতে আদালত এই নির্দেশ দিয়েছে। সিএফএসএল কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করবে।
এসএসকেএম হাসপাতাল বা প্রেসিডেন্সি সংশোধনাগার, কাকু যেখানেই থাকুন না কেন, কর্তৃপক্ষকে নমুনা নেওয়ার ব্যবস্থা করতে হবে বলেই নির্দেশ দিয়েছেন বিচারক। তবে কাকুকে এসএসকেএম থেকে প্রেসিডেন্সি সংশোধনাগারে সরানোর জন্য ইডি আবেদন করলেও আদালত সেই বিষয়টি মেডিক্যাল টিমের উপরই ছেড়ে দিয়েছে।
নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন সুজয়কৃষ্ণ ভদ্র। গ্রেফতারির পর থেকেই তিনি নানা শারীরিক অসুস্থতার দাবি করেছেন। স্ত্রী বিয়োগের পর জেল থেকে বাড়ি ফিরেছিলেন প্যারলে। এরপর অসুস্থ হয়ে সোজা এসএসকেএম হাসপাতালে। বুকের ব্যাথা, চিকিৎসা, অস্ত্রোপচার-সব মিলিয়ে ২ মাস কেটে গিয়েছে।
সম্প্রতি প্রেসিডেন্সি জেলে চিঠি পাঠায় ইডি। জেলে থাকাকালীন কাকুর শরীর কেমন ছিল তা জানতে চায় তারা। প্রশ্ন তোলে, বিচারাধীন বন্দি তিনি। কেন এসএসকেএমে এতদিন ধরে রাখা হয়েছে তাঁকে। সম্প্রতি জেলেও যায় ইডির দল। নিয়োগ কেলেঙ্কারিতে সুজয়কৃষ্ণ ভদ্রের নামে চার্জশিট পেশ করেছে ইডি। সূত্রের খবর, সেখানে উল্লেখ রয়েছে, কাকুর ২০ কোটির লেনদেনের। সঙ্গে খোঁজ মিলেছে আরও ৩ কোটির হদিশ। ফের একবার সক্রিয় হচ্ছে ইডি। এবার তাঁর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে তৎপর তদন্তকারীরা।