CPIM: কমিটিতে গড় বয়স হ্রাসের লক্ষ্য, ‘তরুণ’ হবে সিপিএম

Pradipto Kanti Ghosh | Edited By: সঞ্জয় পাইকার

Oct 03, 2024 | 7:11 AM

CPIM: সিপিএম নেতৃত্বের বক্তব্য, গত কয়েক বছর ধরে সিপিআইএমের অন্দরে তরুণ প্রজন্মকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তার সঙ্গে সাযুজ্য রেখেই দলের এই সিদ্ধান্ত। শাখা, এরিয়া, জেলা এবং রাজ্য কমিটি-এই চার কমিটির ক্ষেত্রে এই বয়স হ্রাসের বিষয়টি প্রযোজ্য হবে।

CPIM: কমিটিতে গড় বয়স হ্রাসের লক্ষ্য, তরুণ হবে সিপিএম
এক ধাক্কায় কমিটির সদস্যদের গড় বয়স ৪ বছর কমানোর লক্ষ্য সিপিএমের

Follow Us

কলকাতা: সিপিএম নেতৃত্ব মানেই সাদা চুল। একসময় বাংলায় এই ধারণাই ছিল। বিরোধীরা এই নিয়ে খোঁচাও দিয়েছে। সেই ধারণাই বদলাতে উদ্যোগী হয়েছে এই বাম দল। মীনাক্ষী মুখোপাধ্যায়, সৃজন ভট্টাচার্যের মতো তরুণ নেতারা উঠে এসেছেন। এবার বিভিন্ন কমিটিতে গড় বয়স কমানোর লক্ষ্য নিল বিমান বসু, মহম্মদ সেলিমদের দল। দলের বিভিন্ন স্তরের সম্মেলন শুরুর আগে এই নিয়ে নির্দেশিকা পাঠিয়েছে সিপিআইএম। বুধবার আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য কমিটির বৈঠকে বিভিন্ন সম্মেলন নিয়ে আলোচনায় অন্যতম ইস্যু ছিল বিভিন্ন কমিটির গড় বয়স কমানো।

আরও তরুণ হবে সিপিআইএম-

সিপিএমের পার্টি চিঠিতে বলা হয়েছে, বিভিন্ন স্তরের কমিটির গড় বয়স সম্মেলনের সময় যা দাঁড়াবে, তার থেকে অন্তত চার বছর হ্রাস করতে হবে আগামী কমিটির সদস্যদের ক্ষেত্রে। গড় বয়স কমানোর বিষয়টি সর্বাধিক অগ্রাধিকার দিতে হবে বলে পার্টি চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এই খবরটিও পড়ুন

ধরা যাক, চলতি বছর বা আগামী বছরের শুরুতে কোনও কমিটির সম্মেলন যখন হবে, সেই সময় সংশ্লিষ্ট কমিটির গড় বয়স ৫৬ বছর। তাহলে নতুন কমিটি তৈরির সময়ে তা অন্তত ৫২ বছর করতে হবে। এমনই নির্দেশ সিপিএমের।

তবে কমিটিতে প্রবেশের বয়সসীমা আপাতত তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিপিএম। কারণ, যোগ্য ও দক্ষদের সুযোগ করে দিতেই এই ব্যবস্থা। কিন্তু কোনওভাবেই বয়স কমানোর বিষয়টি সঙ্গে আপস করা যাবে না বলে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে দলের পার্টি চিঠিতে।

বর্তমানে সিপিএমের বিভিন্ন কমিটির বয়সসীমা-

এরিয়া কমিটিতে গড় বয়স বর্তমানে ৬৫ বছর। সেখানে জেলা কমিটিতে গড় বয়স ৭০ বছর। আবার রাজ্য কমিটিতে গড় বয়স তার চেয়েও বেশি। বর্তমানে রাজ্য কমিটিতে গড় বয়স ৭২ বছর।

সিপিএম নেতৃত্বের বক্তব্য, গত কয়েক বছর ধরে সিপিআইএমের অন্দরে তরুণ প্রজন্মকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তার সঙ্গে সাযুজ্য রেখেই দলের এই সিদ্ধান্ত। সিপিএম নেতৃত্বের বক্তব্য, তরুণ প্রজন্মকে জেলা কমিটিতে অগ্রাধিকার দিতে হবে। সিপিএম ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, কমিটির সদস্যদের অন্তত ৩০ শতাংশ অনূর্ধ্ব ৫০ বছর হতে হবে। কমিটির সদস্যদের অন্তত ২০ শতাংশ অনূর্ধ্ব ৪০ বছর হতে হবে। জেলা ও এরিয়া কমিটিতে এই বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে। এরিয়া কমিটিতে অন্তত একজনের বয়স ৩১ বছরের কম রাখতে হবে। অনধিক ৪০ বছরের বয়সীদের এরিয়া কমিটিতে অন্তর্ভুক্ত করার বিষয়ে বাড়তি গুরুত্ব দিতে হবে। জেলা কমিটির সম্মেলনে ৩১ বছরের কম বয়সীদের প্রতিনিধি করার ব্যাপারে বাড়তি দায়িত্ব নিতে হবে দায়িত্বপ্রাপ্তদের। বয়স ও শারীরিক সক্ষমতাকে গুরুত্ব দিতে হবে। শাখা, এরিয়া, জেলা এবং রাজ্য কমিটি-এই চার কমিটির ক্ষেত্রে এই বয়স হ্রাসের বিষয়টি প্রযোজ্য হবে।

এদিন আলিমুদ্দিনের বৈঠকে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম স্পষ্ট বার্তা দেন, বয়স বিধি মানার বিষয়ে কোনও আপস করা যেন না হয়। তাহলে তরুণদের হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দিতে অসুবিধা হবে। ফলে কোনওভাবেই বয়স বিধি নিয়ে যেন কেউ আলগা মনোভাব না নেন, তাও স্পষ্ট করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক।

২০২৫ সালের ২ এপ্রিল থেকে ৬ এপ্রিল পর্যন্ত তামিলনাড়ুর মাদুরাইতে সিপিএমের পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হবে। তার আগে পশ্চিমবঙ্গে শাখা কমিটির সম্মেলন ৩১ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে। ১ নভেম্বর থেকে ৭ ডিসেম্বরের মধ্যে এরিয়া কমিটির সম্মেলন শেষ করতে হবে। জেলা কমিটির সম্মেলন ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ৩১ জানুয়ারি মধ্যে হবে। আর রাজ্য সম্মেলন ২০২৫ সালের ২২ থেকে ২৫ ফেব্রুয়ারি হুগলির কোন্নগরে হবে। তবে কোনও ভোট হলে সম্মেলনের কিছু দিনক্ষণ বদল হতে পারে।

Next Article