Corona Update: রাজ্যে আরও বাড়ল আক্রান্তের সংখ্যা, কলকাতাতেই সংক্রমণ ছাড়াল ৫০০ উপর

West Bengal Corona Update: গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৫৫ জন। গতকাল সেই সংখ্যাটা ছিল ২ হাজার ২৪৩।

Corona Update: রাজ্যে আরও বাড়ল আক্রান্তের সংখ্যা, কলকাতাতেই সংক্রমণ ছাড়াল ৫০০ উপর
রাজ্যে কিছুটা করোনা আক্রান্তের সংখ্যা
Follow Us:
| Edited By: | Updated on: Jul 21, 2022 | 4:21 PM

কলকাতা: সোমবারও রাজ্যে অনেকটাই কমে গিয়েছিল করোনা আক্রান্তের সংখ্যা। কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতে একধাক্কায় বেড়ে গিয়েছিল সেই পরিসংখ্যা। আর বুধবারও ধারা অব্যাহত থাকল। ২ হাজারের গণ্ডি পার করে ফেলল দৈনিক আক্রান্তের সংখ্যা।

রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত করোনা বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৫৫ জন। গতকাল সেই সংখ্যাটা ছিল ২ হাজার ২৪৩। তবে পরিসংখ্যান দেখে বোঝা যাচ্ছে মঙ্গলবারের তুলনায় সামান্য বেড়েছে করোনায় কবলিত মানুষের সংখ্যা। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় রাজ্যের পজেটিভিটি হার দাঁড়িয়েছে ১৫.৩৭ শতাংশ। একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৮৭০। সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ১৯ জন। সুস্থতার হার ৯৭দশমিক ৬১ শতাংশ।

এক নজরে দেখে নেওয়া যাক রাজ্যের বিভিন্ন জেলার করোনা পরিস্থিতি –

কলকাতা – বুধবার আক্রান্ত ৫১১। মঙ্গলবার আক্রান্ত ৪২৩

উত্তর ২৪ পরগনা – বুধবার আক্রান্ত ৪১৩। মঙ্গলবার আক্রান্ত ৪৪৬

দক্ষিণ ২৪ পরগনা – বুধবার আক্রান্ত ৯৯। মঙ্গলবার আক্রান্ত ১১০

হাওড়া – বুধবার আক্রান্ত ৫৮।মঙ্গলবার আক্রান্ত ৬৭

নদিয়া – বুধবার আক্রান্ত ১১১। মঙ্গলবার আক্রান্ত ৩৮

COVID Update (2)

রাজ্যের করোনা পরিস্থিতি একনজরে

পশ্চিম বর্ধমান – বুধবার আক্রান্ত ১৫৩। মঙ্গলবার আক্রান্ত ১৬৬

পশ্চিম মেদিনীপুর- বুধবার আক্রান্ত ৯৩। মঙ্গলবার আক্রান্ত ৮৩

দার্জিলিং- বুধবার আক্রান্ত ১০৮।মঙ্গলবার আক্রান্ত ৭৪

বীরভূম- বুধবার আক্রান্ত ১৬৯। মঙ্গলবার আক্রান্ত ১১৯

পূর্ব বর্ধমান- বুধবার আক্রান্ত ৯৪। মঙ্গলবার আক্রান্ত ২০

পূর্ব মেদিনীপুর – বুধবার আক্রান্ত ২৯।মঙ্গলবার আক্রান্ত ২০

জলপাইগুড়ি – বুধবার আক্রান্ত ৭১। মঙ্গলবার আক্রান্ত ৯৫

মুর্শিদাবাদ- বুধবার আক্রান্ত ৩৩। মঙ্গলবার আক্রান্ত ৩৪

মালদহ – বুধবার আক্রান্ত ১০১। মঙ্গলবার আক্রান্ত ১৩৪

উত্তর দিনাজপুর – বুধবার আক্রান্ত ২৭। মঙ্গলবার আক্রান্ত ৩৪

আলিপুরদুয়ার – বুধবার আক্রান্ত ২৯। মঙ্গলবার আক্রান্ত ২৩

বাঁকুড়া – বুধবার আক্রান্ত ২৫। মঙ্গলবার আক্রান্ত ৩১

দক্ষিণ দিনাজপুর – বুধবার আক্রান্ত ৪২। মঙ্গলবার আক্রান্ত ৪৭

পুরুলিয়া – বুধবার আক্রান্ত ৯৪। মঙ্গলবার আক্রান্ত ৬৪

ঝাড়গ্রাম – বুধবার আক্রান্ত ১৭।মঙ্গলবার আক্রান্ত ৬

কোচবিহার – বুধবার আক্রান্ত ৩৫। মঙ্গলবার আক্রান্ত ৩৫

কালিম্পং – বুধবার আক্রান্ত ১৫। মঙ্গলবার আক্রান্ত ৩

হুগলি- বুধবার আক্রান্ত ৮৮। মঙ্গলবার আক্রান্ত ৭৮