Rajarhat Death: বৌমার ধাক্কায় আছাড় খেয়ে মাটিতে শাশুড়ি, নিউটাউনে মৃত মহিলা
Rajarhat: সূত্রের খবর, মৃতের নাম আয়াতুন্নেসা বিবি (৬২)। বাড়ি রাজরহাট থানার গলসিয়াতে। এই ঘটনায় মৃতের ছেলে হাসেম আলি তাঁর স্ত্রী তনুজা বিবির নামে অভিযোগ দায়ের করেছেন পুলিশের কাছে।
রাজারহাট: পুত্রবধূ ও শাশুড়ির ঝগড়া দীর্ঘদিনের। তবে তার পরিণতি এমন ভয়ঙ্কর হবে তা হয়ত কেউ ঠাউর করতে পারেনি। বচসার জেরে শাশুড়িকে ধাক্কা মেরে উঠোনে ফেলা দেওয়ার অভিযোগ। আর তাতেই চোট পান শাশুড়ি। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চিকিৎসকরা হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
সূত্রের খবর, মৃতের নাম আয়াতুন্নেসা বিবি (৬২)। বাড়ি রাজরহাট থানার (Rajarhat Police station) গলসিয়াতে। এই ঘটনায় মৃতের ছেলে হাসেম আলি তাঁর স্ত্রী তনুজা বিবির নামে অভিযোগ দায়ের করেছেন পুলিশের কাছে। পুলিশ যদিও এখনও অভিযুক্তকে গ্রেফতার বা আটক করেনি।
পুলিশ জানিয়েছে, পারিবারিক বিভিন্ন বিষয়ে দীর্ঘদিন ধরেই আয়াতুন্নেসা বিবি ও তনুজা বিবির মধ্যে ঝামেলা চলছিল। এরপর শনিবার সকালে আবার দু’জনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। তখন শাশুড়ি সেই কথার প্রতিবাদ করলে তনুজা বিবি শাশুড়িকে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে গিয়ে আহত হন। পরে তাঁকে উদ্ধার করে রেকজোয়ানী গ্রামীণ হাসাপাতালে নিয়ে গিয়ে তাঁর চিকিৎসা শুরু করেন। তবুও তাঁকে বাঁচানো যায়নি।
এরপরই স্ত্রীর বিরুদ্ধে দায়ের করে স্বামী। তদন্তের জন্য আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হবে মৃতদেহ। তদন্তের প্রাথমিক পাওয়ার পরে বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ। এই বিষয়ে মৃতের ছেলে বলেন, “এর আগেও অনেকবার অত্যাচার করেছে আমার মায়ের উপর। আমাকেও গালাগালি করত। কালকে আমায় মা একটু বকাবকি করছিল। তখন বাঁশ নিয়ে মাকে মারতে আসে। মা তখন উঠতে গিয়ে পড়ে যায়। মাথায় চোট লাগে। সঙ্গে-সঙ্গে হাসপাতালে ভর্তি করাই। কিন্তু চিকিৎসকরা তাঁকে বাঁচাতে পারেননি।”