SIR in Bengal: বাড়ল SIR-এর ফর্ম জমা দেওয়ার সময়সীমা, বদলে গেল খসড়া তালিকা প্রকাশের দিনক্ষণ
SIR: শুধু তাই নয়, পিছিয়ে গিয়েছে চূড়ান্ত তালিকা প্রকাশের দিনও। ৭ ফেব্রুয়ারির বদলে ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ হবে বলে জানাচ্ছেন নির্বাচন কমিশন। আগে ঠিক ছিল ৯ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া তালিকা। ঠিক ছিল ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা সামনে আসবে। এবার তা হচ্ছে ১৪ ফেব্রুয়ারি।

কলকাতা: বাড়ছে এসআইআরের সময়সীমা। রাজ্যে পিছিয়ে গেল খসড়া তালিকা প্রকাশের দিন। ৯ ডিসেম্বরের পরিবর্তে ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। এসআইআর পর্ব শুরু হতেই ডেডলাইন মেনে কাজ শেষ নিয়ে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছিলেন বিএলও-রা। স্কুল সামলে এত কাজ কীভাবে করা সম্ভব তা নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন তাঁরা। প্রশিক্ষণের মাঝে কেঁদেও ভাসিয়েছেন। কেউ হয়েছেন অসুস্থ। কেউ ভর্তি হয়েছেন হাসপাতালে। এরইমধ্যে একদিন আগে সিইও দফতরে আছড়ে পড়েছিল বিএলও-দের বিক্ষোভ। মুর্শিদাবাদের মৃত বিএলও-দের পরিবারের সদস্যদেরও সঙ্গে নিয়ে গিয়েছিল প্রতিবাদীরা। সেই বিক্ষোভের পর ২৪ ঘণ্টা কাটার আগেই খসড়া তালিকা প্রকাশের নতুন দিনক্ষণ জানিয়ে দিল কমিশন। পিছিয়ে গেল ৭ দিন।
শুধু তাই নয়, পিছিয়ে গিয়েছে চূড়ান্ত তালিকা প্রকাশের দিনও। ৭ ফেব্রুয়ারির বদলে ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ হবে বলে জানাচ্ছেন নির্বাচন কমিশন। আগে ঠিক ছিল ৯ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া তালিকা। ঠিক ছিল ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা সামনে আসবে। এবার তা হচ্ছে ১৪ ফেব্রুয়ারি। তবে শুধু বাংলা নয়, বাংলার ছাড়া আরও ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একই সময়ে প্রকাশিত হবে খসড়া তালিকা ও চূড়ান্ত তালিকা।
অন্যদিকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য় বলছে খসড়া তালিকায় থাকছে না ৩৫ লক্ষ ২৩ হাজার ৮০০ নাম।যার মধ্যে মৃত ভোটার ১৮ লক্ষ ৭০ হাজার। এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছেন ১১ লক্ষ ৮২ হাজার ভোটার। খোঁজই মিলছে না ৩ লক্ষ ৮০ হাজারের। অন্যদিকে ডুপ্লিকেট ভোটারের সংখ্যা ৭৭ হাজার ৫৬৫।
