Rain in Durga Puja: পুজোর শেষবেলায় বর্ষাসুরের রক্তচক্ষু! নবমী থেকেই শুরু প্রবল বৃষ্টি, কোন পথে বাংলায় হানা দিতে আসছে নিম্নচাপ?
Rain in Navami-Dashami: দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকছে একাদশীতেও। একাদশীতে পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। একাদশীতে দক্ষিণের ৮ জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। একইসঙ্গে উপকূল থেকে পাহাড়ে জারি কমলা সতর্কতা।

কলকাতা: অক্টোবরের শুরুতেই নিম্নচাপের রক্তচক্ষু। বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ। নিম্নচাপের জেরে নবমী থেকেই দুর্যোগ বাংলায়। পুরী থেকে ৪৫০ কিমি দূরে নিম্নচাপের অবস্থান। দশমীতে অতি গভীর নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস। একাদশীর সকালে পারাদ্বীপ হয়ে স্থলভাগে ঢুকতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তার পর বাংলার সঙ্গে দূরত্ব কমবে নিম্নচাপের। নিম্নচাপের প্রভাবে তুমুল ঝড়-বৃষ্টির আশঙ্কা গোটা বাংলাতেই। আবহাওয়া দফতর বলছে ইতিমধ্যেই কলকাতার আকাশে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়েছে। বেশ কিছু অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস থাকছে। ঘনঘন বাজ পড়তে পারে। দফায় দফায় বৃষ্টির ভয় কলকাতায়। এদিনই উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। দশমীতে রাজ্যজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকছে। দশমীতে কলকাতা-সহ দক্ষিণের ৫ জেলায় কমলা সতর্কতা জারি।
দশমীতে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। ভারী বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণের ৭ জেলায়। নিম্নচাপের ঝড়-বৃষ্টিতে বিসর্জনে বিপত্তির ভয় ইতিমধ্যেই পুজো জাঁকিয়ে বসেছে পুজো উদ্যোক্তাদের মনে। দমকা বাতাসে মণ্ডপের ক্ষয়ক্ষতির আশঙ্কা এক্কেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
প্রবল দুর্যোগ উত্তরবঙ্গেও
দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকছে একাদশীতেও। একাদশীতে পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। একাদশীতে দক্ষিণের ৮ জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। একইসঙ্গে উপকূল থেকে পাহাড়ে জারি কমলা সতর্কতা। অঝোরে বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গেও। বিপাকে পড়তে পারেন উত্তরবঙ্গ, সিকিমের পর্যটকরা। এদিনই জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। দার্জিলিং থেকে দিনাজপুর ভারী বৃষ্টির সতর্কতা। দশমীতে উত্তরের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। একাদশী-দ্বাদশীতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। লাগাতার বৃষ্টিতে দার্জিলিং, কালিম্পং, সিকিমে ধস নামতে পারে। সে কারণে সাবধান থাকার কথা বলছেন আবহাওয়াবিদরা। বিপদ বাড়তে পারে সিকিম, ভুটানের জলেও।
