Dhupguri MLA: রাজভবনেই বিধায়ক নির্মল রায়ের শপথ করাতে চান রাজ্যপাল, নতুন বিতর্কের সূত্রপাত
Dhupguri MLA: সূত্রের খবর, রাজ্যপাল চাইছেন রাজভবনেই শপথ নিন নির্মল রায়। অতীতে কোনও বিধায়কের রাজভবনে শপথের নজির নেই।
কলকাতা: বিষয় ধূপগুড়ি জয়ী তৃণমূল সদস্য নির্মল চন্দ্র রায়ের শপথ গ্রহণ। রাজভবন ও রাজ্যের মধ্যে সংঘাতের আরও একটি বিষয়। নির্মলচন্দ্র রায়ের শপথগ্রহণ নিয়ে টানাপোড়েন অব্যাহত। আগেই রাজভবনে দীর্ঘ সময় নির্মল রায়ের শপথ সংক্রান্ত ফাইল ফেলে রাখার অভিযোগ তুলেছিল শাসকশিবির। এবার রাজ্যপাল সিভি আনন্দ বোস নির্মল রায়ের শপথ করানোর সিদ্ধান্ত নিলেন বটে, তবে সেখানেও রয়ে গেল ধন্দ। সূত্রের খবর, যে পদ্ধতিতে এই প্রক্রিয়াটি শুরু হল, তা সংঘাত বাড়ল বই কমল না, মত রাজনীতিবীদদের একাংশের। তৃণমূল সূত্রে দাবি, শপথের জন্য নির্মল চন্দ্র রায়কে ইতিমধ্যেই ফোন করেছে রাজ ভবনে। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে নির্মল চন্দ্র রায়ের কোনও প্রতিক্রিয়া মেলেনি। সূত্রের খবর, রাজ্যপাল চাইছেন রাজভবনেই শপথ নিন নির্মল রায়। অতীতে কোনও বিধায়কের রাজভবনে শপথের নজির নেই। তবে পরিষদীয় ব্যবস্থাকে এড়িয়ে সরাসরি বিধায়ককে ফোন করা গণতন্ত্রের পক্ষে ভাল দৃষ্টান্ত নয় বলেই মত স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের।
সাধারণত, বিধায়কদের শপথের ক্ষেত্রে স্পিকার বা ডেপুটি স্পিকারকে দায়িত্ব দেন রাজ্যপাল। নিয়ম অনুযায়ী, রাজ্যপাল নিজেও শপথ বাক্য পাঠ করাতে পারেন। কিন্তু একজন বিধায়কের শপথগ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা বিধানসভাতেই। সেখানে রাজ্যপাল চাইছেন, যাতে বিধায়ক রাজভবনে গিয়ে শপথ নেই। আর এখানেই নয়া বিতর্ক।
৮ সেপ্টেম্বর ধূপগুড়ির উপনির্বাচনের ফলপ্রকাশ হয়েছে। জয়ী হন তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়। ঠিক তার পরদিনই অর্থাৎ ৯ সেপ্টেম্বর নব বিধায়কের শপথ সংক্রান্ত ফাইল রাজভবনে পাঠায় রাজ্য সরকার। অভিযোগ ওঠে, এতদিন পর্যন্ত রাজভবনেই সেই ফাইল পড়ে ছিল। রাজ্যপাল সেই সংক্রান্ত কোনও উত্তরও দিচ্ছিলেন না। দিন পনেরো হয়ে গেল, এখনও বিধায়কের শপথগ্রহণের বিষয়ে সদর্থক কোনও পদক্ষেপ এগোয়নি বলে অভিযোগ শাসকশিবিরের।