AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dilip Ghosh: ‘সত্যকে চাপার চেষ্টা চলছে’, বেঙ্গল ফাইলস দেখতে ১২০ কিলোমিটার পথ উজালেন দিলীপ

Dilip Ghosh On Bengal Files: দিলীপ ঘোষের অভিযোগ, "রাজ্য সরকার সত্যকে ভয় পায়। বাঙালির সঙ্গে কী হয়েছে, স্বাধীনতার আগে ও পরে, এখনও চলছে, মানুষ যাতে জানতে না পারে,  তাই বেঙ্গল ফাইলস রিলিজ করতে দেওয়া হচ্ছে না। তার প্রতিবাদেই ১২০ কিলোমিটার পথ উজিয়ে খড়্গপুর থেকে বালেশ্বর যাচ্ছি বেঙ্গল ফাইলস দেখতে।"

Dilip Ghosh: 'সত্যকে চাপার চেষ্টা চলছে', বেঙ্গল ফাইলস দেখতে ১২০ কিলোমিটার পথ উজালেন দিলীপ
বেঙ্গল ফাইলস দেখতে যাওয়ার পথে দিলীপ ঘোষImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 18, 2025 | 1:07 PM
Share

পশ্চিম মেদিনীপুর:  খড়গপুর থেকে ট্রেনে চেপে পড়শি রাজ্য ওড়িশায় ‘বেঙ্গল ফাইলস’ দেখতে যাচ্ছেন দিলীপ ঘোষ। সঙ্গে রয়েছেন ৫৫ জন কার্যকর্তা। তাঁর অভিযোগ, রাজ্য সরকারের স্বৈরাচারী মনোভাবের কারণেই বাংলায় রিলিজ হতে দেওয়া হয়নি ‘বেঙ্গল ফাইলসকে’।  সিনেমা দেখতে যাওয়ার পথে ট্রেনে চেপে দিলীপ ঘোষ বলেন, “রাজ্য সরকারের যে স্বৈরাচারী নীতি, তার প্রতিবাদে আমরা বালেশ্বর যাচ্ছি। বেঙ্গল ফাইলস সিনেমা দেখার জন্য। সারা ভারতে রিলিজ হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এখানে রিলিজ হতে দেয়নি।”

দিলীপ ঘোষের অভিযোগ, “রাজ্য সরকার সত্যকে ভয় পায়। বাঙালির সঙ্গে কী হয়েছে, স্বাধীনতার আগে ও পরে, এখনও চলছে, মানুষ যাতে জানতে না পারে,  তাই বেঙ্গল ফাইলস রিলিজ করতে দেওয়া হচ্ছে না। তার প্রতিবাদেই ১২০ কিলোমিটার পথ উজিয়ে খড়্গপুর থেকে বালেশ্বর যাচ্ছি বেঙ্গল ফাইলস দেখতে।”

ইতিমধ্যেই গোটা দেশে এই ছবি মুক্তি পেয়েছে। কিন্তু বাংলার কোনও প্রেক্ষাগ়ৃহে দেখা যাচ্ছে না এই ছবি। এই ছবির বাংলায় হল না পাওয়া নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। পরিচালক বিবেক অগ্নিহোত্রীও অভিযোগ করেছিলেন, সরকারি চাপে নাকি প্রেক্ষাগৃহ পাচ্ছে না এই সিনেমা।

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর বাংলায় স্ক্রিনিং হয় ‘দ্য বেঙ্গল ফাইলস’ । তবে কোনও প্রেক্ষাগৃহে নয়, জাতীয় গ্রন্থাগারে প্রদর্শিত হয় ‘দ্য বেঙ্গল ফাইলস’। তবে সাধারণ মানুষের এই শো-তে প্রবেশাধিকার ছিল না। উপস্থিত ছিলেন খোদ পরিচালকও। এই ছবি নিয়ে কলকাতা হাইকোর্টেও চলছে একাধিক মামলা। খোদ গোপাল মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঁঠার নাতিও পরিচারকের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন।