Kolkata: আচমকা বড়সড় ধস! শেক্সপিয়র সরণী থানা এলাকায় যান চলাচলে সিঁদুরে মেঘ
Kolkata: দুর্ঘটনা এড়াতে আপাতত পুলিশের তরফে পাতা হয়েছে লোহার সিট। তার উপর দিয়ে কয়েকদিন ধরে গাড়ি চলাচল করছে। স্থানীয়দের অভিযোগ, ৪-৫ দিন হয়ে যাওয়ার পরেও মেরামতির জন্য পদক্ষেপ করা হয়নি।
কলকাতা: ফের শহরের রাস্তায় বিপর্যয়। শেক্সপিয়র সরণী থানা এলাকায় রাস্তার মাঝে ধস। একেবারে মৃত্যুফাঁদ। বেশ খানিকটা জায়গাজুড়ে ধস নামায় রাস্তার মাঝে তৈরি হয়েছে গর্ত। ছোট থেকে ক্রমেই বড় হচ্ছে গর্তের আকার ও আয়তন। তাতেই চিন্তা বেড়েছে পথচারীদের মধ্যে। চিন্তায় ট্র্যাফিক পুলিশও। অবস্থা দেখে অনেকেই বলছেন অসাবধান হলেই যে কোনও সময় ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা।
দুর্ঘটনা এড়াতে আপাতত পুলিশের তরফে পাতা হয়েছে লোহার সিট। তার উপর দিয়ে কয়েকদিন ধরে গাড়ি চলাচল করছে। স্থানীয়দের অভিযোগ, ৪-৫ দিন হয়ে যাওয়ার পরেও মেরামতির জন্য পদক্ষেপ করা হয়নি। দুর্ঘটনা এড়াতে পুলিশের তরফে দিনের বেলায় লোহার সিট পেতে দেওয়া হয়। রাতে সিট তুলে গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হয়। এভাবেই চলছে যান চলাচল। কিন্তু, এভাবে আর কতদিন? প্রশ্ন তুলছেন পথচারীরাও।
এদিকে পুরসভার তরফেও এখনও কোনও পদক্ষেপ করা হয়নি বলেই অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক মহলেও চাপানউতোর শুরু হয়েছে। এই এলাকায় আবার বেশ কয়েকটি স্কুল আছে। পড়ুয়ারাও নিয়মিত যাতায়াত করে এই রাস্তা দিয়ে। ট্যাফিক জ্যামও থাকে ভালই। কিন্তু, রাস্তার বেহাল দশায় সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই।