Doctor And Mamata Banerjee Meeting: স্বাস্থ্য সচিবের অপসারণের প্রসঙ্গ উঠতেই মমতা বললেন..
Doctor And Mamata Banerjee Meeting: এ দিন, চিকিৎসক অগ্নিবীণ কুণ্ডু বলেন, "স্বাস্থ্য সচিবের সম্বন্ধে বেশ কিছু অভিযোগ আছে। আপনি কাগজ চেয়েছিলেন। বেশ কিছু কাগজ স্যারের হাত থেকে বেরিয়েছে। সেই কারণে অপসারণের কথা বলেছি।" পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, "একটা মানুষের অভিযোগ প্রমাণের আগে তাঁকে অভিযুক্ত বলা যায় না। তুমি অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ করতেই পারো।"
সৌরভ দত্ত ও দীক্ষা ভুঁইঞার রিপোর্ট
কলকাতা: শনিবারই জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের অপসারণের প্রসঙ্গ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই দাবি কার্যত উড়িয়ে দেন মুখ্যমন্ত্রী। সেই সময় ডাক্তারদের উদ্দেশ্যে প্রশ্ন করেছিলেন, “একটা পরিবারের সবাইকে সরিয়ে দেবে?” এরপর সোমবার নবান্নের সভাঘরে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেখানে ফের যখন স্বাস্থ্য সচিবের অপসারণের প্রসঙ্গ ওঠে, তখন আবারও মুখ খোলেন তিনি।
এ দিন, চিকিৎসক অগ্নিবীণ কুণ্ডু বলেন, “স্বাস্থ্য সচিবের সম্বন্ধে বেশ কিছু অভিযোগ আছে। আপনি কাগজ চেয়েছিলেন। বেশ কিছু কাগজ স্যারের হাত থেকে বেরিয়েছে। সেই কারণে অপসারণের কথা বলেছি।” পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “একটা মানুষের অভিযোগ প্রমাণের আগে তাঁকে অভিযুক্ত বলা যায় না। তুমি অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ করতেই পারো।”
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পর সঙ্গে-সঙ্গে এনআরএস-এর মেডিক্যাল চিকিৎসক সন্দীপ্তা চক্রবর্তী বলেন, “যার বিরুদ্ধে আমাদের প্রমাণ আছে তাঁকে ব্যাকরণ মেনে অভিযুক্ত বলা যেতেই পারে।”