AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durga Puja Special Trains: পুজোর ভিড় সামলাতে হাওড়া ডিভিশনে চলবে ৮ জোড়া স্পেশ্যাল ট্রেন

Durga Puja Special Trains: পঞ্চমী থেকে দশমী পর্যন্ত চলবে ৩১টি স্পেশ্যাল লোকাল। এরমধ্যে শিয়ালদহ মেন ও উত্তর সেকশনে চলবে ১৯টি স্পেশ্যাল লোকাল। পাশাপাশি শিয়ালদহ দক্ষিণ সেকশনে চলবে ১২টি স্পেশ্যাল লোকাল।

Durga Puja Special Trains: পুজোর ভিড় সামলাতে হাওড়া ডিভিশনে চলবে ৮ জোড়া স্পেশ্যাল ট্রেন
হাওড়া স্টেশন (ফাইল ছবি)Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 26, 2025 | 10:33 PM
Share

কলকাতা: পূজোর ভিড় সামলাতে রাতে  হাওড়া লাইনেও অতিরিক্ত বিশেষ ট্রেন চলবে। চালানো হবে বর্ধমান, ব্যান্ডেল ও তারকেশ্বর রুটে। হাওড়া ডিভিশনে চলবে ৮ জোড়া স্পেশ্যাল ট্রেন।

হাওড়া – বর্ধমান (ব্যান্ডেল হয়ে) ইএমইউ বিশেষ

হাওড়া থেকে: রাত ০০:৪৫ → বর্ধমান: ভোর ০৩:১০

বর্ধমান থেকে: রাত ২১:৪০ → হাওড়া: রাত ০০:০৫

হাওড়া – বর্ধমান (ডানকুনি হয়ে) ইএমইউ বিশেষ

হাওড়া থেকে: রাত ০১:১৫ → বর্ধমান: ভোর ০৩:২০

বর্ধমান থেকে: রাত ২২:৩০ → হাওড়া: রাত ০০:৪৫

হাওড়া – ব্যান্ডেল ইএমইউ বিশেষ

হাওড়া থেকে: রাত ০১:০০ → ব্যান্ডেল: রাত ০২:০৫

ব্যান্ডেল থেকে: রাত ২৩:৩০ → হাওড়া: রাত ০০:৩৫

শেওড়াফুলি – তারকেশ্বর ইএমইউ বিশেষ

শেওড়াফুলি থেকে: রাত ০০:৩০ → তারকেশ্বর: রাত ০১:২০

তারকেশ্বর থেকে: রাত ২৩:১৫ → শেওড়াফুলি: রাত ০০:০৫

নিয়মিত ট্রেনে পরিবর্তন

৬৩৫০১ হাওড়া – বর্ধমান (ব্যান্ডেল হয়ে) মেমু (MEMU)

হাওড়া থেকে ছাড়বে রাত ০১:৪৫ টায়

হাওড়া থেকে ব্যান্ডেল পর্যন্ত সমস্ত স্টেশনে থামবে (২৯.০৯, ৩০.০৯, ০১.১০ ও ০২.১০ তারিখে)।

৩৭২২০ ব্যান্ডেল – হাওড়া লোকাল

ব্যান্ডেল থেকে ছাড়বে ভোর ০৫:৪০ টায়

উল্লিখিত সব পূজোর দিন নিজস্ব নিয়মিত সময়ে চলবে।

পঞ্চমী থেকে দশমী পর্যন্ত চলবে ৩১টি স্পেশ্যাল লোকাল। এরমধ্যে শিয়ালদহ মেন ও উত্তর সেকশনে চলবে ১৯টি স্পেশ্যাল লোকাল। পাশাপাশি শিয়ালদহ দক্ষিণ সেকশনে চলবে ১২টি স্পেশ্যাল লোকাল। শিয়ালদহ ও হাওড়া লাইনের ট্রেনে পুজোর দিনগুলিতে স্বাভাবিকভাবেই বেশি ভিড় হয়। জেলা, মফ্ফস্বল থেকে শহরে পুজো দেখতে আসার একমাত্র সহজ উপায় ট্রেন।