Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durga Pujo 2023: কৈলাসের পথে উমা, এগারোশোর বেশি প্রতিমা নিরঞ্জন

Durga Pujo 2023: কলকাতা পুরসভা সূত্রে খবর, গোটা কলকাতাজুড়ে আদিগঙ্গার যে কটি ঘাট রয়েছে, পুকুর রয়েছে, সব মিলিয়ে প্রায় এগারোশো প্রতিমার নিরঞ্জন হয়ে গিয়েছে। প্রতিটি ঘাটেই নিরাপত্তা মোতায়েন রয়েছে। চলছে বিসর্জন প্রক্রিয়া। গঙ্গায় কাঠামো পড়ার সঙ্গে-সঙ্গে তা কলকাতা পুরসভার ডাম্পারে ফেলে দেওয়া হচ্ছে।

Durga Pujo 2023: কৈলাসের পথে উমা, এগারোশোর বেশি প্রতিমা নিরঞ্জন
মায়ের ভাসানImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 24, 2023 | 9:17 PM

কলকাতা: নিরঞ্জন শুরু হয়েছে। ইতিমধ্যেই প্রচুর প্রতিমা নিরঞ্জন হয়েছে। আজ মূলত বাড়ির প্রতিমা আর কিছু ক্লাবের পুজোর ভাসান হচ্ছে। বাবুঘাটের পাশাপাশি হাওড়ার বাজা কদমতলা ঘাটেও চলছে নিরঞ্জন।

কলকাতা পুরসভা সূত্রে খবর, গোটা কলকাতাজুড়ে আদিগঙ্গার যে কটি ঘাট রয়েছে, পুকুর রয়েছে, সব মিলিয়ে প্রায় এগারোশো প্রতিমার নিরঞ্জন হয়ে গিয়েছে। প্রতিটি ঘাটেই নিরাপত্তা মোতায়েন রয়েছে। চলছে বিসর্জন প্রক্রিয়া। গঙ্গায় কাঠামো পড়ার সঙ্গে-সঙ্গে তা কলকাতা পুরসভার ডাম্পারে ফেলে দেওয়া হচ্ছে।

সন্ধ্যে সাতটা পর্যন্ত কোথায় কত নিরঞ্জন?

বাজা কদমতলা ঘাট ২৯০ জাজেস ঘাট- ৪১৮ নিমতলা ঘাট – ৩০ সর্বমঙ্গলা ঘাট- ৪২ বাগবাজার ঘাট- ৬৬ কুমারটুলি ঘাট- ১৩ শোভাবাজার ঘাট- ১৩ চাঁপাতলা ঘাট-১২ মায়ের ঘাট-৮৯ ডিলারজ্যাং ঘাট-৭ রতনবাবু ঘাট- ৫৪

কলকাতা পুরসভার মেয়র পারিষদ তথা বিধায়ক দেবাশীস কুমার বলেন, “বিসর্জনের জন্য যাতে গঙ্গা দূষণ না বাড়ে সেইটাই লক্ষ্য। তার জন্য যা যা পদক্ষেপ করার তা কলকাতা পুরসভা ইতিমধ্যেই নিয়েছে।” তিনি জানিয়েছেন, “যতক্ষণ থেকে বিসর্জন শুরু হয়েছে ততক্ষণ অবধি জোয়ার পাইনি। পুরো ভাটার উপর দিয়েই নিরঞ্জন চলছে। তাই কাদাতে কাঠামো আটকে থাকলে জল থেকে তুলতে সময় লেগেই যায়।”