ডাক্তারিতেও কোটি কোটি টাকার দুর্নীতি! ফের শহরে ED-র তল্লাশি, এবার জড়াল স্বাস্থ্য ভবনের নাম

ED in Kolkata: মঙ্গলবার সকালে সল্টলেকের বিসি ব্লকের ৩৫ ও ৩৬ নম্বর আবাসনে তল্লাশি শুরু করেছেন ইডি আধিকারিকরা। সূত্রের খবর, ইডি-র আতস কাচের নীচে রয়েছে একাধিক বেসরকারি মেডিক্যাল কলেজ।

ডাক্তারিতেও কোটি কোটি টাকার দুর্নীতি! ফের শহরে ED-র তল্লাশি, এবার জড়াল স্বাস্থ্য ভবনের নাম
সল্টলেকের আবাসনে তল্লাশিImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 03, 2024 | 10:00 AM

কলকাতা: শিক্ষক নিয়োগ, পুর নিয়োগে চরম আর্থিক দুর্নীতির তদন্ত করতে বারবার ময়দানে নামতে দেখা গিয়েছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে। আর এবার শহরে ফের তল্লাশি। সাত সকালে সল্টলেকের একাধিক আবাসনে তল্লাশি শুরু করল ইডি। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তল্লাশি চালানো হচ্ছে। সূত্রের খবর, এবার মেডিক্যাল পরীক্ষা তথা ডাক্তারির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে। আর সেই দুর্নীতির অঙ্কও নাকি কোটি কোটি টাকা!

মঙ্গলবার সকালে সল্টলেকের বিসি ব্লকের ৩৫ ও ৩৬ নম্বর আবাসনে তল্লাশি শুরু করেছেন ইডি আধিকারিকরা। সূত্রের খবর,  কলকাতার এক বেসরকারি মেডিক্যাল কলেজের দায়িত্বপ্রাপ্ত এক ব্যক্তির আত্মীয়ের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে।

এনআরআই কোটা-র ক্ষেত্রে এই দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। পোস্ট গ্র্যাজুয়েট পরীক্ষার ক্ষেত্রে জাল নথি ব্যবহার করে ডাক্তার হয়েছেন অনেকে। এই অভিযোগ আগেই গিয়েছিল ইডি-র কাছে। তাই শিক্ষা, খাদ্য, পুর নিয়োগের পর এবার রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে হানা দিল ইডি। এনআরআই-দের জন্য সংরক্ষিত ডাক্তারি পড়ুয়ার আসন জালিয়াতি নিয়ে তদন্ত করছে এই সংস্থা।

এই খবরটিও পড়ুন

গত এপ্রিল মাসে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় একটি অভিযোগ দায়ের হয়। তার ওপর ভিত্তি করেই এই তল্লাশি চলছে। সূত্রের খবর, অভিযোগের তালিকায় কলকাতার কলেজ ছাড়াও হলদিয়া, দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজেরও নাম রয়েছে। এফআইআর-এ সরাসরি রাজ্যের স্বাস্থ্যকর্তাদের নাম রয়েছে। উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন, স্বাস্থ্য ভবনের শীর্ষ কর্তা ভুয়ো নথি দিয়ে এনআরআই কোটায় ভর্তির মতো জালিয়াতির সঙ্গে যুক্ত।