Swasthya Bhawan: রোগী কল্যাণ সমিতিতে বদল, ‘আউট’ শান্তনু-সুদীপ্ত, ‘ইন’ কারা হলেন?
Swasthya Bhawan: বস্তুত, আরজি করের ঘটনা নিয়ে জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্য ভবনের সামনে বসেছিলেন ধরনায়। সেইখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন রোগী কল্যাণ সমিতি ভেঙে নতুন করে রোগী কল্যাণ সমিতি গঠন করা হল।
কলকাতা: রাজ্যের চব্বিশটি মেডিক্যাল কলেজে রোগী কল্যাণ সমিতিতে জনপ্রতিনিধিদের নাম প্রকাশ করল রাজ্য সরকার। আরজি কর কাণ্ডের আবহে রোগী কল্যাণ সমিতি ভেঙে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর সোমবার ২৪টি মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির সরকারি প্রতিনিধিদের নাম ঘোষণা করল স্বাস্থ্য দফতর। তাৎপর্যপূর্ণভাবে দেখা গেল, কোনও মেডিক্যাল কলেজেই প্রতিনিধি হিসাবে নাম নেই শান্তনু সেন, সুদীপ্ত রায় ও নির্মল মাজির।
বস্তুত, আরজি করের ঘটনা নিয়ে জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্য ভবনের সামনে বসেছিলেন ধরনায়। সেইখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন রোগী কল্যাণ সমিতি ভেঙে নতুন করে রোগী কল্যাণ সমিতি গঠন করা হল। মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের দায়িত্বে থাকবেন শুধুমাত্র ওই হাসপাতালের অধ্যক্ষ। কোনও রাজনৈতিক নেতা চেয়ারম্যানের পদ না পেলেও সরকারি প্রতিনিধি থাকবেন এই সমিতিতে।
স্বাস্থ্য ভবনের পাঠানো তালিকা অনুযায়ী, এনআরএস মেডিক্যাল কলেজের সরকারি প্রতিনিধি হচ্ছেন বিধায়ক সুপ্তি পাণ্ডে, মন্ত্রী অরূপ বিশ্বাসকে করা হয়েছে এসএসকেএম-এর সরকারি প্রতিনিধি। আরজি করের সরকারি প্রতিনিধি ডেপুটি মেয়র অতীন ঘোষ। কলকাতা মেডিক্যাল কলেজে শশী পাঁজা, ন্যাশনাল মেডিক্যাল কলেজে জাভেদ খান, সাগর দত্ত মেডিক্যাল কলেজে মদন মিত্রকে করা হয়েছে রোগী কল্যাণ সমিতির সরকারি প্রতিনিধি। বস্তুত, শান্তুনু সেন এনআরএসের আরকেএসের চেয়ারম্যান ছিলেন। সুদীপ্ত রায় আরজিকর, কলকাতা মেডিক্যাল কলেজের আরকেএস চেয়ারম্যান ছিলেন।