Newtown : নির্মীয়মান বহুতল থেকে পড়ে মৃত্যু ইলেকট্রিক মিস্ত্রির, সুরক্ষা কবচ ছাড়াই কেন কাজ? উঠছে প্রশ্ন

Newtown Death: নিউটাউনের একটি নির্মীয়মান বহুতলের চার তলায় লিফটের ইলেকট্রিকের কাজ চলছিল। সেই সময়েই পীয়ূষ রায় নামে ওই ব্যক্তি আচমকাই বহুতলের চারতলা থেকে পড়ে যান।

Newtown : নির্মীয়মান বহুতল থেকে পড়ে মৃত্যু ইলেকট্রিক মিস্ত্রির, সুরক্ষা কবচ ছাড়াই কেন কাজ? উঠছে প্রশ্ন
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Apr 13, 2022 | 11:04 PM

কলকাতা : নিউটাউনে বহুতল থেকে পড়ে মৃত্যু ইলেকট্রিক মিস্ত্রির। ঘটনাটি ঘটেছে নিউটাউন কুড়ি নম্বর ট্যাঙ্কের কাছে। মৃতের নাম পীয়ূষ রায়। নিউটাউনের একটি নির্মীয়মান বহুতলের চার তলায় লিফটের ইলেকট্রিকের কাজ চলছিল। সেই সময়েই পীয়ূষ রায় নামে ওই ব্যক্তি আচমকাই বহুতলের চারতলা থেকে পড়ে যান। দুর্ঘটনার পর সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় বিধাননগর মহকুমা হাসপাতালে। কিন্তু হাসপাতালের চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ওই ইলেকট্রিক মিস্ত্রির বাড়ি নিউটাউনের গৌরাঙ্গনগর এলাকায়। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তার তদন্ত শুরু করেছেন টেকনো সিটি থানার পুলিশকর্মীরা। এদিকে দুর্ঘটনার পর থেকে বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে। কাজ চলাকালীন কীভাবে তিনি পড়ে গেলেন? কেন কাজের সময় কোনও সুরক্ষা কবচ ছিল না, সেই বিষয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

ঘড়ির কাঁটায় তখন দুপুর দুটো পেরিয়ে গিয়েছে। বহুতলটির ভিতরে লিফটের কাজ চলছিল। স্থানীয় সূত্রে খবর, কোনওরকম কাজের সময় কোনওরকম সুরক্ষাকবচ ছিল না। হঠাৎই কাজ করতে করতে উপর থেকে পড়ে যান তিনি। শব্দ শুনে ছুটে আসেন ওই বহুতলে কর্মরত অন্যান্য কর্মীরা। তাঁরা খবর দেন ওই বহুতলের কাজের ঠিকাদারকে। ঠিকাদারই খবর দেন স্থানীয় টেকনো সিটি থানায়। পুলিশ এসে রক্তাক্ত অবস্থায় ওই ইলেকট্রিক মিস্ত্রিকে উদ্ধার করে নিয়ে যান বিধাননগর মহকুমা হাসপাতালে।

কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে যায়। হাসপাতালে পৌঁছালে চিকিৎসক পীয়ূষ রায়কে মৃত বলে ঘোষণা করে। গোটা ঘটনার তদন্ত করছে টেকনো সিটি থানার পুলিশ। দেহটি ময়না তদন্তের জন্য আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে আসার পরেই বোঝা যাবে মৃত্যুর প্রকৃত কারণ।এর পাশাপাশি কেন কোনওরকম সুরক্ষা কবচ ছাড়াই কেন কাজ চলছিল নিউটাউনের ওই বহুতলে,  সেই সব দিকও খতিয়ে দেখছেন পুলিশকর্মীরা।

আরও পড়ুন : West Bengal Assembly : বিধানচন্দ্রের পরই মমতা! ব্রাত্য জ্যোতি-বুদ্ধ-সিদ্ধার্থ, বিতর্কে মুখ্যমন্ত্রীদের বক্তৃতা সংকলন