বেজেছে বিদায় ঘণ্টা। এসেছে উমা বিদায়ের পালা। আর তাতেই যেন মন ভার আপামর বাঙালির। চারদিন পর ছেলেমেয়েদের নিয়ে কৈলাসে ফিরছেন উমা। সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে দেখা গিয়েছে দেবী বরণের ছবি। এদিকে দশমীতে বিসর্জন পর্ব চলছে গঙ্গার ঘাটগুলিতে। রয়েছে কড়া পুলিশি নজরদারি।
তবে আজ যে দশমী তা দেখে মনেই হবে না কলকাতার পুজো মণ্ডপগুলিতে গেলে। দশমীর রাতেও কলকাতার বড় পুজো মণ্ডপগুলিতে নামল মানুষের ঢল। মানুষের ভিড় উপচে পড়ল দক্ষিণ কলকাতার অন্যতম সেরা পুজো ত্রিধারা ত্রিধারা সম্মিলনীতে।
পুজোয়। দশমীর সন্ধ্যা থেকেই কাতারে কাতারে মানুষের ঢল নামতে দেখা গেল সুরুচি সংঘের পুজোয়।
জেলার চিত্রই খানিকটা এক। কল্যাণীর রথতলা সর্বজনীনের পুজোয় দশমীর সন্ধ্যায় নামল মানুষের ঢল।
দশমীতে সিঁদুর খেলায় মাততে দেখা গেল টলিউডের সেলিব্রেটিদের। ঢাকের তালে কোমর দোলালেন শ্রাবন্তী, জুন মালিয়ারা।
কলকাতার আরও এক বিখ্যাত পুজো ম্যাডক্স স্কোয়ারে শেষ হয়েছে সিঁদুর খেলা। জনতার ভিড়ের মাঝেই চলছে নিরঞ্জনের প্রস্তুতি।
এদিকে এদিনই আবার কলকাতার ১৬টি গঙ্গার ঘাটে চলছে নিরঞ্জন পর্ব। রাত ৮টা পর্যন্ত পাওয়া খবর বলছে ইতিমধ্যেই প্রায় সাড়ে আটশো থেকে ৯০০ প্রতিমার নিরঞ্জন হয়ে গিয়েছে।
তবে এদিন যে ঠাকুরগুলির বিসর্জন হচ্ছে তার মধ্যে বেশিরভাগই বাড়ির, বা আবাসনের পুজো।