AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SSC Recruitment Exam: ফুল মার্কসেও ইন্টারভিউয়ের ডাক পেলেন না অনেকেই! অভিজ্ঞতার নম্বরে বাজিমাত ‘ইন সার্ভিস’ টিচারদের

SSC: এবার ১৪ সেপ্টেম্বর হয়েছিল একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগের পরীক্ষা। আবেদনকারী সংখ্যা ছিল ২ লক্ষ ৪৬ হাজার। ৭ সেপ্টেম্বর হয়েছিল নবম-দশমের নিয়োগের পরীক্ষা। আবেদনকারীর সংখ্যা ছিল ৩ লক্ষ ১৯ হাজার ৯১৯ জন।

SSC Recruitment Exam: ফুল মার্কসেও ইন্টারভিউয়ের ডাক পেলেন না অনেকেই! অভিজ্ঞতার নম্বরে বাজিমাত ‘ইন সার্ভিস’ টিচারদের
প্রতীকী ছবি Image Credit: Social Media
| Edited By: | Updated on: Nov 16, 2025 | 10:46 AM
Share

কলকাতা: পূর্ণ নম্বর পেয়েও চাকরি হল না এসএসসি পরীক্ষায়। একাদশ দ্বাদশে করুণ ছবি ফ্রেশারদের। আলাদা করে বললে মূলত ইংরেজি ও বাংলার ক্ষেত্রে দেখা যাচ্ছে একেবারে অভূতপূর্ব পরিস্থিতি। নতুনদের ক্ষেত্রে সবথেকে বড় ধাক্কা ইংরাজিতে। অভিজ্ঞতার নম্বরে ভর দিয়ে কম নম্বর পেয়েও বাজিমাত ইন সার্ভিস টিচারদের। একই অবস্থা অঙ্ক, ইতিহাসের ক্ষেত্রেও। তথ্য বলছে কাট অফ যেখানে সত্তরের বেশি, সেখানেই থমকে নতুনরা। 

ইংরেজিতে কাট অফ ৭৭।  বাংলায় কাট অফ ৭৩। অঙ্কে কাট অফ দেখা যাচ্ছে ৭১। ইতিহাসে ইতিহাসে ৭৫। কিন্তু যা পূর্ণ নম্বর ছিল তা পেয়েও চাকরি হয়নি একাধিক প্রার্থীর। মোট ২০ হাজারের সামান‍্য বেশি চাকরিপ্রার্থীরা ডাক পেয়েছেন। তার মধ্যে ৫০ শতাংশই ফ্রেশার রয়েছেন বলে স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর।  

তবে আবার ইন সার্ভিস টিচারদের একটা বড় অংশ একাদশ-দ্বাদশের নথি যাচাই প্রক্রিয়ায় ডাক পাননি। তবে এদের মধ‍্যে ৯০ শতাংশই নবম দশমের নিয়োগ প্রক্রিয়ায় ডাক পেয়ে যেতে পারেন। যদিও এখনও পর্যন্ত নবম-দশমের ক্ষেত্রে এই প্রক্রিয়া শুরু হয়নি। একাদশ-দ্বাদশ ও নবম-দশম মিলিয়ে মোট শূন্যপদ ৩৫ হাজার ৭২৬। তার মধ্যে একাদশ ও দ্বাদশের ১২ হাজার ৫১৪টি শূন্যপদ রয়েছে। শনিবার সন্ধ্যায় এই একাদশ-দ্বাদশের নতুন নিয়োগ প্যানেলের ইন্টারভিউ তালিকাই সামনে এসেছে। এবার ১৪ সেপ্টেম্বর হয়েছিল একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগের পরীক্ষা। আবেদনকারী সংখ্যা ছিল ২ লক্ষ ৪৬ হাজার। ৭ সেপ্টেম্বর হয়েছিল নবম-দশমের নিয়োগের পরীক্ষা। আবেদনকারীর সংখ্যা ছিল ৩ লক্ষ ১৯ হাজার ৯১৯ জন।