Calcutta High Court on OBC: নভেম্বরে হবে OBC মামলার চূড়ান্ত শুনানি, জানাল কোর্ট
OBC Reservation: এরপরই অবস্থান কলকাতা হাইকোর্টের অবস্থান, যতদিন না ওই দুই শুনানি শীর্ষ আদালতে হচ্ছে ততদিন এখানে শুনানির কোনও সুযোগ নেই। তাই সব মামলা নভেম্বরে শুনানির জন্য পাঠানো হয়েছে।

কলকাতা: ওবিসি (OBC) মামলার চূড়ান্ত শুনানি কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) করবে আগামী নভেম্বরে। তার আগে মামলার সব পক্ষকে হলফনামা দেওয়ার নির্দেশে বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজশেখর মান্থর ডিভিশন বেঞ্চের।
মঙ্গলবার এই মামলা উঠলে রাজ্যের তরফে আইনজীবী জানান, ২০২৪ সালে এই কোর্টের দেওয়া ওবিসি মামলার রায় আগামী ১ সেপ্টেম্বর শুনবে সুপ্রিম কোর্ট। আর বিচারপতি কৌশিক চন্দের দেওয়া জয়েন্ট এন্ট্রান্স রেজাল্ট প্রকাশ স্থগিত সহ এই ডিভিশন বেঞ্চের এই বছর নতুন ওবিসি তালিকা স্থগিত করার রায় শীর্ষ আদালত শুনানি করবে ৯ সেপ্টেম্বর।
এরপরই অবস্থান কলকাতা হাইকোর্টের অবস্থান, যতদিন না ওই দুই শুনানি শীর্ষ আদালতে হচ্ছে ততদিন এখানে শুনানির কোনও সুযোগ নেই। তাই সব মামলা নভেম্বরে শুনানির জন্য পাঠানো হয়েছে।
মামলার ব্যকগ্রাউন্ড
২০২৪ সালের ২২ মে ওবিসি নিয়ে প্রথম রায় দেয় কলকাতা হাইকোর্ট। আদালত বলেছিল, ২০১০ সালের পর থেকে জারি করা সব ওবিসি শংসাপত্র বাতিল করা হয়। রাজ্যকে কোর্ট নির্দেশ দেয় নতুন করে ওবিসি তালিকা প্রকাশ করতে হবে। সেই অনুযায়ী ফের রাজ্য সমীক্ষা করে। তারপর ওবিসি বিজ্ঞপ্তি জারি করে। তবে সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে ফের মামলা হয় কোর্টে। আবার নতুন বিজ্ঞপ্তির উপর স্থগিতাদেশ দেয় কোর্ট। এরপর রাজ্য যায় সুপ্রিম কোর্টে। সর্বোচ্চ আদালত অন্তবর্তী স্থগিতাদেশ দেয় হাইকোর্টের নির্দেশে।

