Taha Siddiqui: মুসলিমরা ভয়ঙ্কর খেলবেন, ত্বহা বিস্ফোরক হতেই ‘ভাগাভাগির তত্ত্ব’ খাড়া করলেন শওকতরা
Taha Siddiqui: ত্বহার কথায় যে বঙ্গ রাজনীতির আঙিনায় নতুন করে চাপানউতোর শুরু হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সুর চড়িয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। তাঁর দাবি, বাংলার মুসলিম সমাজকে ভুল পথে চালিত করতেই এসব বলা হচ্ছে।

কলকাতা: কয়েকদিন আগেই কাশেম সিদ্দিকীর পদপ্রাপ্তি নিয়ে খোঁচা দিতে দেখা গিয়েছিল তাঁকে। সাফ বলেছিলেন কাশেম রাজনীতির অ আ ক খ জানেন না। দলের ‘লাইন’ নিয়েও প্রকাশ্য়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। সেই কাশমের বিরুদ্ধে রেগে লাল ত্বহা সিদ্দিকী। বলছেন, বাংলার মুসলিমরা এটা কখনওই ভালভাবে নিচ্ছে না। ছাব্বিশের ভোটে ভয়ঙ্কর খেলা হবে। যা নিয়ে যখন রাজনৈতিক মহলে তীব্র চাপানউতোর তখন সেই ত্বহাকেই একহাত নিলেন হুমায়ুন। কটাক্ষের সুরেই বলছেন, তহ্বা সিদ্দিকী কখন কি বলে তার ঠিক থাকে না। কয়েকদিন আগেই লাস্ট ওয়ার্নিং এসেছে হুমায়ুনের কাছে। তারপরই ধীরে ধীরে সুর বদল। এদিন বললেন, “একুশে জুলাই পর্যন্ত আমি আমাদের নেত্রীর প্রতি, আমাদের সেনাপতির প্রতি পূর্ণ আস্থা রেখে চলব।” এমতাবস্থায় ত্বহাকে নিয়ে আচমকা হুমায়ুনের এ মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।
তবে ত্বহার কথায় যে বঙ্গ রাজনীতির আঙিনায় নতুন করে চাপানউতোর শুরু হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সুর চড়িয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। তাঁর দাবি, বাংলার মুসলিম সমাজকে ভুল পথে চালিত করতেই এসব বলা হচ্ছে। ত্বহাকে একহাত নিয়ে তিনি বলেন, “কাল আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিয়ে ভাল কথা বলেছেন। আজকে আপনি অন্য কথা বলছেন। ফুরফুরা শরিফের কেউ তৃণমূল, কেউ বিজেপি, কেউ সিপিএম, কেউ আইএসএফের হয়ে কথা বলছেন। এই করে মুসলিম সমাজটাকে বিপথে চালিত করার একটা চক্রান্ত হচ্ছে। আমি এর তীব্র নিন্দা করছি।”
ত্বহা যদিও বলছেন, তার মন বলছে এবার ভাঙড়ে ফের জিততে পারেন নওশাদ সিদ্দিকী। ভাঙড় ছাড়াও আরও দু-একটা আসনও পেয়ে যেতে পারেন। হুমায়ুন যদিও বলছেন সময়ের কথা। সময় বলবে আইএসএফ ভাল করবে না খারাপ করবে তা সময় বলবে। ত্বহার বিরুদ্ধে সমালোচনার সুরেই বলছেন, “রাজনীতিতে কোনও দক্ষতা আছে বলে আমি মনে করি না। তিনি কারও দ্বারা পরিচালিত হচ্ছেন বলে আমার মনে হচ্ছে। তাই কারও পক্ষ নিয়ে এ ধরেন কথাবার্তা তিনি বলছেন। রাজনীতির ঊর্ধ্বে উঠে একজন পীরজাদা হিসাবে ওনার মন্তব্য করা উচিত।”
