Gita Path: এবার ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ, বিধানসভা নির্বাচনের আগে বড় কর্মসূচি ব্রিগেডে
Gita Path in Brigade: ব্রিগেডের ওই কর্মসূচির এক বছরের মাথায় শিলিগুড়িতে লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করা হয়েছিল। গত বছরের ডিসেম্বরে শিলিগুড়ির কাওয়াখালির মাঠে ওই কর্মসূচিতে ভিড় উপচে পড়েছিল। বিভিন্ন জেলা তো বটেই, অন্য রাজ্য থেকেও মানুষ এসেছিলেন বলে জানা যায়। সেখানেও বিজেপি নেতা-নেত্রীরাও ছিলেন।

কলকাতা: আর মাস সাতেক পর বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে ফের রাজ্যে গীতাপাঠের আয়োজন বিজেপি প্রভাবিত সংগঠনের। এবার পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করছে সনাতন সংস্কৃতি সংসদ। আগামী ৭ ডিসেম্বর ব্রিগেড ময়দানে হবে এই গীতাপাঠ। এই নিয়ে তৃতীয়বার গীতাপাঠের আয়োজন করা হচ্ছে।
চব্বিশের লোকসভা নির্বাচনের আগে ২০২৩ সালের ডিসেম্বরে ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করা হয়েছিল। সেই কর্মসূচিতে বিজেপি নেতা-নেত্রীদেরও দেখা গিয়েছিল। আয়োজকরা দাবি জানিয়েছিলেন, এক লক্ষের অনেক বেশি মানুষ ওই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।
ব্রিগেডের ওই কর্মসূচির এক বছরের মাথায় শিলিগুড়িতে লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করা হয়েছিল। গত বছরের ডিসেম্বরে শিলিগুড়ির কাওয়াখালির মাঠে ওই কর্মসূচিতে ভিড় উপচে পড়েছিল। বিভিন্ন জেলা তো বটেই, অন্য রাজ্য থেকেও মানুষ এসেছিলেন বলে জানা যায়। সেখানেও বিজেপি নেতা-নেত্রীরাও ছিলেন।
এবার ছাব্বিশের নির্বাচনের আগে আরও বড় পরিসরে গীতাপাঠের কর্মসূচি আয়োজন করা হচ্ছে। এবার ৫ লক্ষে কণ্ঠে গীতাপাঠের এই কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন কার্তিক মহারাজ। থাকার কথা গীতা মনীষী জ্ঞানানন্দ মহারাজের। থাকতে পারেন বাগেশ্বর ধামের মহা মণ্ডলেশ্বর ধীরেন্দ্র মহারাজ। আগের দুটি কর্মসূচির মতো এবার বিজেপির নেতা-নেত্রীরা গীতাপাঠে অংশ নেবেন বলে জানা গিয়েছে।
ভোটের আগে এই গীতাপাঠ কর্মসূচিকে বিজেপি হাতিয়ার করতে চাইছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার হিন্দু ভোটকে একত্রিত করার কথা বলছেন। হিন্দু ভোটকে একত্রিত করতে পারলে ছাব্বিশের নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত বলে বারবার তিনি দাবি করেছেন। হিন্দু ভোটকে একত্রিত করতেই এই কর্মসূচির আয়োজন কি না, তা নিয়ে চর্চা শুরু হয়েছে।
