WBCHSE HS Result 2025: প্রকাশিত ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট, মেধাতালিকায় বাজিমাত করল কারা
WBCHSE HS 12th Result 2025 Updates: ৩ মার্চ শুরু হয়েছিল এই বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হয়েছিল ১৮ মার্চ। এবার গোটা রাজ্যে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫ লক্ষ ১০ হাজার। একনজরে দেখে নেওয়া যাক এবারের রেজাল্ট…

কলকাতা: গত ৩ মার্চ শুরু হয়েছিল এই বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হয়েছিল ১৮ মার্চ। এবার গোটা রাজ্যে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫ লক্ষ ১০ হাজার। দুপুর ১২টায় সংবাদিক সম্মেলন করে এবার ফলপ্রকাশ করে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করেছেন ৪ লক্ষ ৩০ হাজার ২৮৬ জন। পাশের হার দাঁড়াচ্ছে ৯০.৭৯ শতাংশ। গতবার যা ছিল ঠিক ৯০ শতাংশ। তারমধ্যে ছেলেদের পাশের হার বেশি। ৯২.৩ শতাংশ। মেয়েদের মধ্যে পাশের হার ৮৮.১২ শতাংশ। হুগলি থেকে মেধাতালিকায় স্থান পেয়েছেন ১৪ জন। এদিন মোট ৭২ জনের মেধাতালিকা প্রকাশ করেছে সংসদ। বর্ধমান থেকে ৭ জন। কোচবহিার থেকে ৬ জন। বাঁকুড়া থেকে ৫ জন। বীরভূম থেকে ৫ জন।
একনজরে দেখে নেওয়া যাক এবারের রেজাল্ট…
LIVE NEWS & UPDATES
-
নীচের লিঙ্কে ক্লিক করলেই জানতে পারবেন ফলাফল
নীচের লিঙ্কে ক্লিক করলেই সবার আগে জানতে পারবেন ফলাফল। দিতে হবে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর। তাহলেই দেখা যাবে রেজাল্টা।
-
পঞ্চম স্থানে রয়েছেন মোট ৬ জন
পঞ্চম স্থানে রয়েছেন মোট ৬ জন। ৫ ছেলে ও একজন মেয়ে। প্রত্যেকে পেয়েছেন ৪৯৩ নম্বর। শতাংশের বিচারে ৯৮.৬।
তালিকায় কে কে…
বীরেশ ঘোষ, রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন, পশ্চিম মেদিনীপুর।
প্রান্তিক গঙ্গোপাধ্যায়, আরামবাগ হাইস্কুল।
তন্ময় প্রতীক, সোনারপুর বিদ্যাপীঠ হাইস্কুল।
ঋদ্ধিক পাল, কাটোয়া কাশিরাম দাস ইন্সস্টিটিউশন
কুন্তল চৌধুরী ভাতার এমপি হাইস্কুল, পূর্ব বর্ধমান
ঐশিকি দাস, মণীন্দ্রনাথ হাইস্কুল, কোচবিহার
-
-
মেধাতালিকায় হুগলির জয়জয়কার
হুগলি থেকে ১৪ জন স্থান পেয়েছেন ৭২ জনের মেধাতালিকায়। বর্ধমান থেকে ৭ জন। কোচবহিার থেকে ৬ জন। বাঁকুড়া থেকে ৫ জন। বীরভূম থেকে ৫ জন। পূর্ব মেদিনীপুর থেকে ৫ জন। উত্তর ২৪ পরগনা, কলকাতা থেকে ৪ জন। পশ্চিম মেদিনীপুর থেকে ৩ জন। আলিপুরদুয়ার থেকে ৩ জন। মুর্শিদাবাদ থেকে ২ জন। দক্ষিণ দিনাজপুর, হাওড়া, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, নদিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম থেকে ১ জন করে।
-
প্রথম বর্ধমানের রূপায়ন পাল
উচ্চমাধ্যমিকে প্রথম দশে ৭২ জন। প্রথম রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। ৪৯৭ নম্বর পেয়েছে রূপায়ন। ৯৯.৪ শতাংশ। দ্বিতীয় স্থানেও একজন। তুষাঢ় দেবনাথ। কোচবিহারের বক্সিরহাট হাইস্কুলের ছাত্র। খাতায় ৪৯৬। তৃতীয় স্থানে রাজর্ষি অধিকারী। খাতায় ৪৯৫। হুগলির আরামবাগ হাইস্কুলের ছাত্র। ৯৯ শতাংশ। চতুর্থ স্থানে সৃজিতা ঘোষলা। সোনামুখী গার্লস হাইস্কুল। ৯৮.৮ শতাংশ নম্বর নিয়ে সে পেয়েছে ৪৯৪।
-
স্টার মার্কস কত জন?
৬০ শতাংশের বেশি (পুরনো নিয়মে ফার্স্ট ডিভশন) পেয়েছে ৪৮.৩৮ শতাংশ। ৭০ শতাংশের বেশি পেয়েছে ২৫.৬৬ শতাংশ। ৭৫ শতাংশের বেশি ( পুরনো নিয়ম অনুযায়ী স্টার মার্কস) পেয়েছে ১৬.৯৯ শতাংশ। ৮০ শতাংশের বেশি ১০.২৫ শতাংশ। ৯০ শতাংশের বেশি ১.৬৯ শতাংশ।
-
-
সংখ্যালঘুদের মধ্যে পাশের হার কত?
সংখ্যালঘুদের মধ্যে পাশের হার ৮৮.১২ শতাংশ। ছেলেদের মধ্যে ৯১.৯৯ শতাংশ। মেয়েদের মধ্যে ৮৫.৪১ শতাংশ। এসসি-দের মধ্যে পাশের হার ৮৯ শতাংশ। এসটি-দের মধ্যে ৮৩.০৫ শতাংশ। ওবিসি-এ এর ক্ষেত্রে ৮৯.৯৩ শতাংশ। ওবিসি-বি এর ক্ষেত্রে পাশের হার ৯৪.৩৯ শতাংশ। এবার ১৪৩ জন বিশেষভাবে সক্ষম পড়ুয়া ছিলেন। তার মধ্যে ৬৭ জন ছেলে। ৭৬ মেয়ে। তাঁদের মধ্যে পাশের হার ৫১.৭৫ব শতাংশ।
-
ফের পূর্ব মেদিনীপুরের বাজিমাত
২৩ জেলার মধ্যে ১০ জেলায় পাশের হার ৯০ শতাংশের উপরে। শীর্ষে পূর্ব মেদিনীপুর। ৯৫.৭৪ শতাংশ। উত্তর ২৪ পরগনা ৯৩.৫৩ শতাংশ। কলকাতা তৃতীয়। ৯৩.৪৩ শতাংশ। চতুর্থ দক্ষিণ ২৪ পরগনা। পঞ্চম পশ্চিম মেদিনীপুর। ষষ্ঠ কালিম্পং। সপ্তম নদিয়া, অষ্টম হওড়া, নবম হুগলী, দশম বীরভূম।
-
পাশের হারে এগিয়ে ছেলেরা
পাশ করেছে ৪ লক্ষ ৩০ হাজার ২৮৬ জন। পাশের হার ৯০.৭৯ শতাংশ। গতবার ছিল ৯০ শতাংশ। তারমধ্যে ছেলেদের পাশের হার ৯২.৩ শতাংশ। মেয়েদের মধ্যে পাশের হার ৮৮.১২ শতাংশ। মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা যদিও অনেকটাই বেশি ছিল। কিন্তু পাশের হারে এগিয়ে ছেলেরা।
-
সামনে চলে এল পরের পরীক্ষার সূচি
থার্ড সেমিস্টারের পরীক্ষা শুরু ৮ সেপ্টেম্বর। শেষ হচ্ছে ২২ সেপ্টেম্বর। মোট ১২ দিন পরীক্ষা।
ফোর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে ১২ ফেব্রুয়ারি। শেষ ২৭ ফেব্রুয়ারি। একইসঙ্গে থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে।
-
পরীক্ষায় বসেছেন ৪ লক্ষ ৭৩ হাজার ৯১৯ জন পড়ুয়া
৪ লক্ষ ৮২ হাজার ৯৪৮ রেগুলার পড়ুয়ার রেজিস্ট্রেশন ছিল। পরীক্ষায় বসেছেন ৪ লক্ষ ৭৩ হাজার ৯১৯ জন পড়ুয়া। এবার ৬২টি বিষয় ছিল। ১৫টি ভাষা ছিল। ১৩ প্রফেশনাল বিষয় ছিল। আগামী বছর থেকে সংখ্যাটা ১৬ হবে। ৬টি ভাষায় পড়ুয়ারা পরীক্ষা দিয়েছে।
Published On - May 07,2025 12:34 PM
