HS Result: প্রথম বর্ধমানের রূপায়ন পাল, দ্বিতীয় কোচবিহারের তুষার দেবনাথ, তৃতীয় আরামবাগের রাজর্ষি অধিকারী, দেখে নিন প্রথম পাঁচে কারা?
HS Result: প্রথম দশে রয়েছে ৭২ জন। প্রথম বর্ধমান সিএমএস হাইস্কুলের রূপায়ন পাল। তার প্রাপ্ত নম্বর ৪৯৭। ৯৯.৪ শতাংশ নম্বর পেয়েছে সে। দ্বিতীয় স্থানেও রয়েছে একজনই। কোচবিহারের বক্সিরহাট হাইস্কুলের ছাত্র তুষার দেবনাথ। তার প্রাপ্ত নম্বর ৪৯৬। শতাংশের বিচারে ৯৯.২।

কলকাতা: এবছরের উচ্চমাধ্যমিকের রেজাল্ট দুর্দান্ত। নিজেই জানালেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি বলেছেন, ২০২০. ২০২১, ২০২২ সাল বাদ দিলেন বিগত কয়েক বছরের মধ্যে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল সবথেকে ভাল।
প্রথম দশে রয়েছে ৭২ জন। প্রথম বর্ধমান সিএমএস হাইস্কুলের রূপায়ন পাল। তার প্রাপ্ত নম্বর ৪৯৭। ৯৯.৪ শতাংশ নম্বর পেয়েছে সে। দ্বিতীয় স্থানেও রয়েছে একজনই। কোচবিহারের বক্সিরহাট হাইস্কুলের ছাত্র তুষার দেবনাথ। তার প্রাপ্ত নম্বর ৪৯৬। শতাংশের বিচারে ৯৯.২।
তৃতীয় স্থানে আরামবাগ হাইস্কুলের ছাত্র রাজর্ষি অধিকারী। তার প্রাপ্ত নম্বর ৪৯৫। ৯৯ শতাংশ। চতুর্থ এবং মেয়েদের প্রথমে প্রথম বাঁকুড়ার সোনামুখি হাইস্কুলের ছাত্রী সৃজিতা ঘোষাল। প্রাপ্ত নম্বর ৪৯৪, ৯৮.৮ শতাংশ। পঞ্চম স্থানে রয়েছে ৬ জন। পাঁচ জন ছাত্র, এক ছাত্রী। পশ্চিম মেদিনীপুরের রামকৃষ্ণ মিশন বিদ্যাভবনের ছাত্র বীরেশ ঘোষ। প্রাপ্ত নম্বর ৪৯৩। ৯৮.৬ শতাংশ। প্রান্তিক গঙ্গোপাধ্যায়, আরামবাগ হাইস্কুলের ছাত্র, সোনারপুর বিদ্যাপীঠ হাইস্কুলের ছাত্র তন্ময় প্রতীক, কাটোয়া কাশীরাম দাস ইন্সস্টিটিউশনের ছাত্র ঋদ্ধিক পাল, পূর্ব বর্ধমানের ভাতার এমপি হাইস্কুলের ছাত্র কুন্তল চৌধুরী। কোচবিহারের মণীন্দ্রনাথ হাইস্কুলের ছাত্রী ঐশী দাস পঞ্চম স্থান অধিকার করেছে, সঙ্গে মেয়েদের মধ্যে দ্বিতীয়।

