AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durga Puja Saptami: জনসমুদ্রে ভাসছে বাংলা! কলকাতা থেকে জেলা, জমজমাট সপ্তমী

Durga Puja 2025: সন্ধ্যা নামতেই সন্তোষ মিত্র স্কোয়ারে শুরু হয়ে গিয়েছে লাইট অ্যান্ড সাউন্ড শো। এবার তাঁদের থিম অপারেশন সিঁদুর। তা দেখতে কলকাতা তো বটেই দূর-দূরান্তের জেলা থেকে ছুটে এসেছেন অগণিত মানুষ। অন্যদিকে সুরুচি সংঘের এবারের থিম আহুতি। বাংলার বীর বিপ্লবীদের নিয়েই সেজে উঠেছে তাদের থিম।

Durga Puja Saptami: জনসমুদ্রে ভাসছে বাংলা! কলকাতা থেকে জেলা, জমজমাট সপ্তমী
| Updated on: Sep 29, 2025 | 8:26 PM
Share

কলকাতা: মহাসপ্তমীর সন্ধ্য়ায় জনস্রোত মহানগরীর রাজপথে। কলকাতা থেকে জেলা, সর্বত্রই শুধু ভিড় আর ভিড়। উৎসবের আনন্দে ডুব বাঙালির। পায়ে পায়ে চলছে প্যান্ডেল হপিং। সকাল থেকে যে ভিড়টা তুলনামূলকভাবে পাতলা ছিল সন্ধ্যা নামতেই তা যেন কার্যত জনসমুদ্রে পরিণত হল। টালা প্রত্যয় থেকে সন্তোষ মিত্র স্কোয়ার, একডালিয়া থেকে সুরুচি সংঘ, উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতা, সর্বত্রই নেমেছে মানুষের ঢল। 

সন্ধ্যা নামতেই সন্তোষ মিত্র স্কোয়ারে শুরু হয়ে গিয়েছে লাইট অ্যান্ড সাউন্ড শো। এবার তাঁদের থিম অপারেশন সিঁদুর। তা দেখতে কলকাতা তো বটেই দূর-দূরান্তের জেলা থেকে ছুটে এসেছেন অগণিত মানুষ। অন্যদিকে সুরুচি সংঘের এবারের থিম আহুতি। বাংলার বীর বিপ্লবীদের নিয়েই সেজে উঠেছে তাদের থিম। লাইনে দাঁড়িয়েই এক দর্শনার্থী বললেন, “অসাধারণ হয়েছে। যেভাবে বিপ্লবীদের কথা, তাঁদের কর্মকাণ্ডের কথা তুলে ধরা হয়েছে গোটা মণ্ডপে তা এক কথায় অভূতপূর্ব।” আর একজন বললেন, “সুরুচি সংঘ তো প্রত্যেকবার আমাদের পছন্দের খাতায় এক নম্বরে থাকে। তাই প্রতি বছরই চলে আসি।”

অন্যদিকে ব্য়াপক ভিড়ের ছবি দেখা যাচ্চে উত্তর কলকাতার পুজোগুলিতেও। হাতিবাগান সর্বজনীন থেকে কাশীবোস লেন, নলিনী সরকার স্ট্রিট সর্বত্রই ভিড়ের ছবি। টালা প্রত্যয়ের পাশাপাশি ভিড় টানছে টালা বারোয়ারিও। একইসঙ্গে দমদমের পুজোগুলিতেও ব্যাপক ভিড়ের ছবি দেখা যাচ্ছে।