Buddadeb Bhattacharjee: ‘চাই না গান স্যালুট দিয়ে ওঁকে অপমান করা হোক’, মমতার প্রস্তাবের পাল্টা
Buddadeb Bhattacharjee: বৃহস্পতিবার সকাল সাড়ে বারোটার সময়ে দেহ পিস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হবে। তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সরকার চায় পিস ওয়ার্ল্ডে দেহ কিছুক্ষণ রাখার পর বুদ্ধবাবুকে নিয়ে যাওয়া হোক রবীন্দ্রসদনে কিংবা নন্দনে।
কলকাতা: বুদ্ধবাবুর খবর শোনা মাত্রই তিনি ছুটে গিয়েছেন পাম অ্যাভিনিউতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, গান স্যালুটের মাধ্যমে রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে তাঁকে শেষ বিদায় জানানো হবে। কিন্তু তাতে আপত্তি রয়েছে চিত্র পরিচারক অনীক দত্ত। তিনি বললেন, “বুদ্ধ দা শান্তিতে থাকতে চেয়েছেন। আমি চাই না গান স্যালুট দিয়ে ওঁকে অপমান করা হোক। ওই গুলির শব্দ আমার বুকে লাগবে।”
বৃহস্পতিবার সকাল সাড়ে বারোটার সময়ে দেহ পিস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হবে। তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সরকার চায় পিস ওয়ার্ল্ডে দেহ কিছুক্ষণ রাখার পর বুদ্ধবাবুকে নিয়ে যাওয়া হোক রবীন্দ্রসদনে কিংবা নন্দনে। তিনি এ বিষয়ে সিপিএম নেতা রবীন দেবের সঙ্গে কথাও বলেছেন এ বিষয়ে। মুখ্যমন্ত্রী বলেন, “আমি রবীন দেবকে বলেছি, দলের সঙ্গে কথা বলতে, পিস ওয়ার্ল্ডে না রেখে পরে যদি রবীন্দ্রসদনে, নন্দনে রাখতে পারেন। তাহলে অনেক মানুষ দেখতে পাবেন তাঁকে শেষ দেখা। বিধানসভাতেও নিয়ে যেতে বলেছি।”
ইতিমধ্যেই পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে শেষ বারের মতো বেরিয়ে পড়েছেন বুদ্ধবাবু। পিছনে গাড়িতেই রয়েছেন স্ত্রী মীরা ভট্টাচার্য। পিছু পিছু যাচ্ছে বুদ্ধবাবুর সাদা অ্যাম্বাসেডরও।