Actor & IPS Prasun Banerjee: স্বেচ্ছাবসর পুলিশকর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায়ের, তারকা-আইপিএস এবার রাজনীতিতে?
Prasun Banerjee: লোকসভা ভোটের আবহে প্রসূন বন্দ্যোপাধ্য়ায়কে নিয়ে এই মুহূর্তে সব থেকে বড় জল্পনা, তৃণমূলে যোগদান করতে পারেন তিনি। প্রশ্ন উঠছে, রবিবার তৃণমূলের জনগর্জন সভায় কি দেখা যেতে পারে তাঁকে? রাজনৈতিক মহলে জল্পনা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট লোকসভা থেকে ভোটে লড়তে পারেন তিনি।
কলকাতা: লোকসভা ভোটের আগে স্বেচ্ছাবসর নিলেন রায়গঞ্জের ডিআইজি প্রসূন বন্দ্যোপাধ্যায়। এর আগে দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপারের দায়িত্বও সামলেছেন তিনি। শুধু আইপিএস হিসাবেই নয়, ছোট পর্দায় অভিনেতা হিসাবেও দারুণ পরিচিত মুখ প্রসূন বন্দ্যোপাধ্যায়। তাঁর ফ্যান ফলোয়ারও নেহাত কম নয়। সূত্রের খবর, পদত্যাগ করে রাজনীতির নতুন ইনিংস শুরু করতে পারেন তিনি। এমনও জল্পনা, ২০২৪-এর লোকসভা ভোটে লড়তে পারেন তিনি। যদিও এ নিয়ে স্বেচ্ছাবসর নেওয়া প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
লোকসভা ভোটের আবহে প্রসূন বন্দ্যোপাধ্য়ায়কে নিয়ে এই মুহূর্তে সব থেকে বড় জল্পনা, তৃণমূলে যোগদান করতে পারেন তিনি। প্রশ্ন উঠছে, রবিবার তৃণমূলের জনগর্জন সভায় কি দেখা যেতে পারে তাঁকে? রাজনৈতিক মহলে জল্পনা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট লোকসভা থেকে ভোটে লড়তে পারেন তিনি।
সত্যিই যদি এমন জল্পনার বাস্তব ভিত্তি তৈরি হয়, সেক্ষেত্রে বালুরঘাটে তাঁকে মুখোমুখি হতে হবে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের। বিজেপির রাজ্য সভাপতিও তিনি। সত্যিই যদি এমনটা ঘটে, তাহলে এ রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে যে ক’টি বহুল চর্চিত, সেই তালিকায় ঢুকে পড়বে এবার বালুরঘাট। এর আগে চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার থাকাকালীন স্বেচ্ছাবসর নিয়েছিলেন হুমায়ুন কবীর। তৃণমূলে যোগ দিয়ে ভোটে লড়ে এখন তিনি মেদিনীপুরের ডেবরার বিধায়ক। প্রসূনবাবুও সে পথেই হাঁটেন কি না সেদিকেই নজর।
এ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেন, তৃণমূলেই তো ছিলেন। এবার উর্দি খুলে তৃণমূলের পতাকা ধরবেন। যদিও তৃণমূলের তরফে এ নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।