Saayoni Ghosh: মুছেও মোছেনি ‘শিবলিঙ্গ’ বিতর্ক, তথাগতর বাড়িতে মিষ্টি পাঠাতে চান সায়নী
Saayoni Ghosh: 'শিবলিঙ্গ' বিতর্কে সায়নীর বিরুদ্ধে তথাগত রায়ের সেই এফআইআর, বঙ্গ রাজনীতিতে মাঝেমধ্যেই ঘুরে ফিরে আসে। আর এবার ভোট রাজনীতির ময়দানে প্রথম সাফল্যের পর তথাগতবাবুকে মোক্ষম জবাব দিলেন তৃণমূলের যুব নেত্রী। লোকসভা ভোটে সাফল্যের পর তথাগত রায়কে কী বলবেন? সাংবাদিকদের করা প্রশ্নে সায়নীর সটান জবাব, "ধন্যবাদ তথাগত রায়কে। তাঁর ঠিকানাটা আমাকে একটু দিন। মিষ্টি পাঠাব তাঁর কাছে।"
কলকাতা: যাদবপুর থেকে ভোটে জিতে এবার বিজেপির তথাগত রায়কে ধন্যবাদ জানালেন তৃণমূলের নবনির্বাচিত সাংসদ সায়নী ঘোষ। তথাগতবাবুর বাড়িতে মিষ্টি পাঠাতে চান তিনি। অভিনেত্রী সায়নী ঘোষের রাজনীতির লাইম লাইটে এসেছিলেন ২০২১ সালে। তৃণমূলে যোগ দেওয়ার অনেক আগে। ‘শিবলিঙ্গ’ বিতর্কে সায়নী ঘোষের বিরুদ্ধে থানায় এফআইআর করেছিলেন তথাগত রায়। অভিযোগ ছিল, সায়নীর সোশ্যাল হ্যান্ডেলের পোস্ট ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। সেই থেকেই রাজ্য রাজনীতিতে চর্চায় উঠে আসে সায়নীর নাম। তারও পরে ২০২১ সালের বিধানসভা ভোটের আগে সায়নী যোগ দিয়েছিলেন তৃণমূল শিবিরে।
মঙ্গলবারই লোকসভা ভোটের রেজাল্ট আউট হয়েছে। যাদবপুর থেকে আড়াই লাখেরও বেশি জিতেছেন সায়নী ঘোষ। তৃণমূল যুবর রাজ্য সভানেত্রী হিসেবে গুরুত্বপূর্ণ পদ সামলাচ্ছেন সায়নী। কিন্তু সেটা সাংগঠনিক দায়িত্ব। ভোট রাজনীতিতে সায়নীর এটাই প্রথম সাফল্য। এর আগে একুশের বিধানসভা ভোটে আসানসোল দক্ষিণ থেকে ভোটে দাঁড়িয়েছিলেন সায়নী। কিন্তু জিততে পারেননি। বঙ্গ বিজেপির অন্যতম মহিলা মুখ অগ্নিমিত্রা পলের কাছে পরাস্ত হয়েছিলেন তিনি।
সেই বিধানসভা ভোটের প্রচার পর্বেও ‘শিবলিঙ্গ’ বিতর্ক নিয়ে খোঁচা হজম করতে হয়েছিল সায়নীকে। ‘শিবলিঙ্গ’ বিতর্কে সায়নীর বিরুদ্ধে তথাগত রায়ের সেই এফআইআর, বঙ্গ রাজনীতিতে মাঝেমধ্যেই ঘুরে ফিরে আসে। আর এবার ভোট রাজনীতির ময়দানে প্রথম সাফল্যের পর তথাগতবাবুকে মোক্ষম জবাব দিলেন তৃণমূলের যুব নেত্রী। লোকসভা ভোটে সাফল্যের পর তথাগত রায়কে কী বলবেন? সাংবাদিকদের করা প্রশ্নে সায়নীর সটান জবাব, “ধন্যবাদ তথাগত রায়কে। তাঁর ঠিকানাটা আমাকে একটু দিন। মিষ্টি পাঠাব তাঁর কাছে।”