Sealdah Station: ঘুরছে ৮৯৪টি ট্রেনের ভাগ্যের চাকা, শুক্রবার থেকে শিয়ালদহে চরম দুর্ভোগের আশঙ্কা

Sealdah Station: রেল জানাচ্ছে, এই পাঁচদিন শিয়ালদহের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মের রক্ষণাবেক্ষণ চলবে, বেশ কিছু জায়গার মেরামতি হবে। সে কারণেই বন্ধ রাখা হচ্ছে। ১৪৭টি ট্রেনের যাত্রাপথও বদলে দেওয়া হচ্ছে। সংক্ষেপিত করা হয়েছে রুট।

Sealdah Station: ঘুরছে ৮৯৪টি ট্রেনের ভাগ্যের চাকা, শুক্রবার থেকে শিয়ালদহে চরম দুর্ভোগের আশঙ্কা
প্রতীকী ছবি Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Jun 05, 2024 | 10:53 PM

কলকাতা: ফের চাপে নিত্যযাত্রীরা। আগামী শুক্রবার থেকে রবিবার পর্যন্ত শিয়ালদহ মেন শাখার যাত্রীরা চরম দুর্ভোগে পড়তে চলেছেন তা বলাই যায়। কিন্তু কেন? বুধবার সাংবাদিক বৈঠকে শিয়ালদহের ডিআরএম দীপক কুমার নিগম জানিয়েছেন, এবার সব ১২ কামরার ট্রেন চলবে। সেই কারণেই বড় সিদ্ধান্ত নিতে হচ্ছে কাজের সুবিধার জন্য়। শিয়ালদহ স্টেশনে ২১টি প্লাটফর্মের মধ্যে ১ থেকে ৫ নম্বর, এই পাঁচটি প্ল্যাটফর্ম আগামী শুক্রবার থেকে বন্ধ থাকবে। এই খবর সামনে আসতেই বাড়ছে উদ্বেগ। 

জানা যাচ্ছে, শিয়ালদহ স্টেশনের পাঁচটি প্ল্যাটফর্মে ট্রেন বেরোনো এবং প্রবেশ সম্পূর্ণ বন্ধ থাকবে। যেকারণে  বেশ কিছু লোকাল বাতিল করা হয়েছে। ওই তিন দিন ট্রেন অত্যন্ত লেট করে চলবে বলেও খবর। যদিও মাঝে শনি-রবিবার রয়েছে। তাতে ভিড় কিছুটা কম থাকলেও উদ্বেগ কিন্তু বাড়ছেই। রেল সূত্রের খবর, প্রত্য়হ শিয়ালদহ থেকে আপ-ডাউন মিলিয়ে মোট ৮৯৪টি ট্রেন চলাচল করে। কিন্তু, ওই তিনদিন চলবে ৮০৬টি ট্রেন। 

এখানেই শেষ নয়। ৮০৬টি ট্রেনের মধ্যে ১৪৭টি ট্রেনের যাত্রাপথও বদলে দেওয়া হচ্ছে। সংক্ষেপিত করা হয়েছে রুট। শিয়ালদহের পরিবর্তে দমদম জংশন বা দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত যাতায়াত করবে ওই ট্রেনগুলি। শুধু লোকাল নয়। চারটি এক্সপ্রেসের যাত্রাপথও সংক্ষেপিত করা হয়েছে। তালিকায় আছে শিয়ালদহ-আজমের সুপার ফাস্ট এক্সপ্রেস, হাটেবাজারে এক্সপ্রেস, শিয়ালদহ-বালুরঘাট এক্সপ্রেস এবং শিয়ালদহ-আসানসোল এক্সপ্রেস। ওই পাঁচদিন এই ট্রেনগুলি শিয়ালদহের পরিবর্তে কলকাতা স্টেশন থেকে ছাড়বে। যাত্রা শেষে কলকাতা স্টেশনেই আসবে।

রেল জানাচ্ছে, এই পাঁচদিন শিয়ালদহের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মের রক্ষণাবেক্ষণ চলবে, বেশ কিছু জায়গার মেরামতি হবে। সে কারণেই বন্ধ রাখা হচ্ছে। প্ল্যাটফর্ম সম্প্রসারণ, ইন্টারলকিং-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ হবে বলে জানা যাচ্ছে।