Jadavpur Campus: ক্যাম্পাসে এক বস্তা মদের বোতল! খবর শুনেই কী বললেন উপাচার্য
JU Liquor: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুদ্ধদেব সাউ বলছেন, ‘বুঝতেই পারছেন কেন নিরাপত্তা দরকার। এই কারণেই আচার্যও অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছেন, যে কীভাবে কী করা যায়।'
কলকাতা: যাদবপুরের ক্যাম্পাসের ভিতরে ওপেন এয়ার থিয়েটার থেকে গাদা গাদা মদের বোতল পাওয়া গিয়েছে। শনিবার সাফাইকর্মীরা ওপেন এয়ার থিয়েটার পরিষ্কার করতে গেলে এই দৃশ্য ধরা পড়ে। সেই নিয়ে এদিন প্রশ্ন করা হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুদ্ধদেব সাউকে। যাদবপুরের নিরাপত্তা নিশ্চিত করার পক্ষে সওয়াল করছেন তিনিও। বলছেন, ‘বুঝতেই পারছেন কেন নিরাপত্তা দরকার। এই কারণেই আচার্যও অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছেন, যে কীভাবে কী করা যায়। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ক্যাম্পাসে মাদক ঢোকা বন্ধ করা যায় কি না, সেই চেষ্টা চলছে।’
কিন্তু এই ঘটনা তো একদিনের নয়। সাফাইকর্মীরাই বলছেন, এক মাস আগেও যখন তাঁরা ওপেন এয়ার থিয়েটার সাফাই করতে এসেছিলেন, তখনও এভাবে গাদা গাদা মদের বোতল কুড়িয়েছিলেন তাঁরা। তাহলে কি অনেকদিন ধরেই যাদবপুরের ক্যাম্পাসে দেদার মদ্যপানের যে অভিযোগ তুলছেন একাংশের মানুষ, সেই তত্ত্বই আরও জোরাল হচ্ছে? যদিও বর্তমান উপাচার্য এই নিয়ে দায় ঠেলছেন আগে যাঁরা দায়িত্বে ছিলেন তাঁদের উপরেই। বলছেন, ‘সেটা তো তখনকার কর্তৃপক্ষ বলতে পারবেন। তাঁরা কী দেখেছেন, কী ব্যবস্থা নিয়েছেন।’
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে বিগত কিছুদিন ধরেই প্রশ্ন উঠতে শুরু করেছিল। কেন যাদবপুরের ক্যাম্পাসে সিসিটিভি নজরদারি নেই, তা নিয়ে বিস্তর প্রশ্ন উঠেছে। তৃণমূল ছাত্র পরিষদের যাদবপুর বিশ্ববিদ্যালয় ইউনিটের সভানেত্রী রাজন্যা হালদার যেমন সিসিটিভি ক্যামেরা হাতে নিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন ক্যাম্পাসে। শেষ পর্যন্ত অবশ্য সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু কবে বসবে সেই সিসিটিভি? উপাচার্য অবশ্য আশ্বস্ত করছেন, তিনি ইতিমধ্যেই সিসিটিভি বসানো সংক্রান্ত কাগজপত্রে সই করে দিয়েছেন। আজ-কালের মধ্যেই সিসিটিভি বসে যাবে বলে আশ্বাস তাঁর। প্রাথমিক পর্যায়ে হস্টেলের গেটগুলিতে ও বিশ্ববিদ্যালয়ের মূল গেটগুলিতে সিসিটিভি বসানোর চিন্তাভাবনা রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।