Jyotipriya Mallick: মমতাদি সব জানে, মমতাদি সব জানে… আমি মুক্ত, ৪ দিন অপেক্ষা করুন: বালু

Jyotipriya Mallick: গত সপ্তাহে বাড়িতে গিয়ে প্রাক্তন খাদ্যমন্ত্রীকে গ্রেফতার করে ইডি। তাঁর বিরুদ্ধে রেশন দুর্নীতিতে যোগ থাকার অভিযোগ উঠেছে। তাঁকে হেফাজতে নিয়ে জেরা করছে কেন্দ্রীয় সংস্থা।

Jyotipriya Mallick: মমতাদি সব জানে, মমতাদি সব জানে... আমি মুক্ত, ৪ দিন অপেক্ষা করুন: বালু
সিজিও থেকে বেরলেন জ্যোতিপ্রিয় মল্লিকImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 03, 2023 | 10:59 PM

কলকাতা: গ্রেফতার হওয়ার এক সপ্তাহ পর ফের মুখ খুললেন রেশন দুর্নীতিতে অভিযুক্ত বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। গ্রেফতার হওয়ার পরই তিনি দাবি করেছিলেন তাঁকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। আর এবার তিনি দাবি করলেন, মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সব জানেন। আজ, শুক্রবার স্বাস্থ্য পরীক্ষার জন্য বালুকে সিজিও কমপ্লেক্স থেকে বের করা হয়। যাওয়ার পথে সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে মন্ত্রী বলেন, ‘মমতা দি সব জানেন। মমতা দি সব জানেন।’

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রথম দিন থেকেই মন্ত্রী পদে রয়েছেন জ্যোতিপ্রিয়। শুধু তাই নয়, তৃণমূলের দীর্ঘদিনের নেতা তিনি। গ্রেফতার হওয়ার পর তিনি দাবি করেছিলেন বিজেপি তাঁকে ফাঁসিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন তিনি। এরপর গত এক সপ্তাহে বালুকে আর তেমন কিছু বলতে শোনা যায়নি।

বৃহস্পতিবার সকালে সংবাদমাধ্যমের ক্যামেরা দেখেই বালু বলে ওঠেন, “আমাকে ফাঁসানো হয়েছে বিজেপিকে দিয়ে। মমতা দি জানেন। মমতা দি পুরোটাই জানেন। আমি দলের সঙ্গে ছিলাম, আছি, থাকব।” শুধুমাত্র নিজেকে নির্দোষ হিসেবে দাবি করাই নয়, তাঁর মুক্তি যে প্রায় নিশ্চিত সেই আত্মবিশ্বাসের সুরও শোনা গিয়েছে তাঁর গলায়। তিনি বলেন, “আমি মুক্ত। জেনে রেখে দিন আমি মুক্ত হয়ে গিয়েছি। আর চার দিন অপেক্ষা করুন। মমতা দি সব জানে। আমি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি।” মন্ত্রীকে প্রশ্ন করা হয়, “দল কি আপনার সঙ্গে আছে।” বালুর উত্তর, “অবশ্যই আছে।”

উল্লেখ্য, জ্যোতিপ্রিয় গ্রেফতার হওয়ার পর তাঁর কথা বলতে শোনা গিয়েছে তৃণমূল সুপ্রিমোকেও। মন্ত্রীর বাড়িতে যে দিন তল্লাশি চালায় ইডি, সে দিন সন্ধ্যায় মমতা বলেছিলেন, “বালুর সুগার আছে, ও খুবই অসুস্থ। ও যদি মরে যায় তাহলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে হবে, ইডির বিরুদ্ধেও অভিযোগ জানাতে হবে।” গ্রেফতার হওয়ার পর অসুস্থও হয়ে পড়েন বালু। এরপর গত বুধবার সাংবাদিক বৈঠকে ফের বালুর পাশে দাঁড়িয়ে মমতা বলেন, ‘কিছু প্রমাণই হল না, আপনারা চোর বানিয়ে দিলেন!’