Jyotipriya Mallick: পয়লা বাইশ সেলেই ঢোকানো হল বালুকে, পার্থও আছেন এখানেই …

ED: ইডি হেফাজত শেষে রবিবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। এদিন আদালতে জামিনের আবেদন করেননি বালু। তাঁর আইনজীবী বালুর অসুস্থতার কথা বলেছিলেন। তবে আদালত দু'পক্ষের বক্তব্য শোনার পর বালুকে জেল হেফাজতে পাঠায়। ১৬ নভেম্বর পর্যন্ত জেলেই থাকতে হবে তাঁকে।

Jyotipriya Mallick: পয়লা বাইশ সেলেই ঢোকানো হল বালুকে, পার্থও আছেন এখানেই ...
জ্যোতিপ্রিয় মল্লিক। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 12, 2023 | 11:56 PM

কলকাতা: জেল নাকি হাসপাতাল। এ নিয়ে লাগাতার টানাপোড়েন। রবিবার অবশ্য ব্যাঙ্কশাল আদালত নির্দেশ দিয়েছে, জেলেই যেতে হবে জ্যোতিপ্রিয় মল্লিককে। বালুর কালীপুজোর রাত কাটবে জেলে। আদালতের নির্দেশ মতো রাতেই নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি সংশোধনাগারে। কোর্টের নির্দেশ মেনেই এদিন জেলের নয়, ডায়েট অনুসারে খাবার দেওয়া হয়েছে বর্তমান বনমন্ত্রীকে।

অসুস্থ থাকলে জেল হাসপাতালে স্থান হয় বিচারাধীন বন্দির। কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিককে জেল হাসপাতালে রাখা হয়নি। পয়লা বাইশ সেল ওয়ার্ডে রাখা হয়েছে রেশন বণ্টন দুর্নীতির অভিযোগে অভিযুক্ত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীকে। প্রেসিডেন্সি জেল বা সংশোধনাগারে সবচেয়ে নিরাপত্তা বেশি রয়েছে ওই পয়লা বাইশ সেল ওয়ার্ডেই। পয়লা বাইশের বিভিন্ন সেলেই রয়েছেন এ রাজ্যের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় অভিযুক্তরা। এখানেই আছেন পার্থ চট্টোপাধ্যায়ও।

ইডি হেফাজত শেষে রবিবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। এদিন আদালতে জামিনের আবেদন করেননি বালু। তাঁর আইনজীবী বালুর অসুস্থতার কথা বলেছিলেন। তবে আদালত দু’পক্ষের বক্তব্য শোনার পর বালুকে জেল হেফাজতে পাঠায়। ১৬ নভেম্বর পর্যন্ত জেলেই থাকতে হবে তাঁকে।