Khagen Murmu: ‘খুনের চেষ্টার মামলা হয়নি’, খগেন মুর্মু মামলায় সওয়াল আইনজীবীদের
Khagen Murmu: ঘটনার প্রায় ৫০ ঘণ্টা পর প্রথম গ্রেফতারি হয় ওই ঘটনায়। ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়। মোট আটজনের নাম ছিল এফআইআরে। তারপরও মাত্র চারজনকে কেন গ্রেফতার করা হল, তা নিয়ে প্রশ্ন তোলে বিজেপি নেতৃত্ব।

কলকাতা: খগেন মুর্মু হামলার ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। সেইসঙ্গে কেস ডায়েরি জমা দিতে হবে বলেও নির্দেশ দেওয়া হবে। আগামী ২৭ অক্টোবর জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে জমা দিতে হবে সেই কেস ডায়েরি। আজ, মঙ্গলবার ওই মামলার শুনানিতে আক্রান্ত নেতাদের আইনজীবীরা প্রশ্ন তুলেছেন, এত বড় একটা ঘটনায় কেন লঘু ধারায় মামলা করা হল?
লঘু ধারায় মামলা করা হয়েছে বলে অভিযোগ। আইনজীবীরা এদিন আরও বলেন, খুনের চেষ্টার ঘটনা ঘটলেও, সেই সংক্রান্ত কোনও ধারা যুক্ত করেনি পুলিশ। রাজ্য সরকারের এজি জানিয়েছেন, তদন্তে যদি রাজ্য মনে করে এনআইএ-কে নিযুক্ত করতে হবে, তাহলে সেটা আদালতে রিপোর্ট দিয়ে জানানো হবে।
গত সপ্তাহে উত্তরবঙ্গের দুর্যোগের পর নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়ে হামলার মুখে পড়তে হয় সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষকে। দুজনকে লক্ষ্য করে ইট, পাথর ছোড়া হয়, ভেঙে দেওয়া হয় গাড়ির কাচ। এমনকী হামলায় মুখে হাড় ভেঙে যায় খগেন মুর্মুর। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এই পুরো ঘটনায়, তৃণমূলের দিকে আঙুল তুলেছে বিজেপি।
ঘটনার প্রায় ৫০ ঘণ্টা পর প্রথম গ্রেফতারি হয় ওই ঘটনায়। ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়। মোট আটজনের নাম ছিল এফআইআরে। তারপরও মাত্র চারজনকে কেন গ্রেফতার করা হল, তা নিয়ে প্রশ্ন তোলে বিজেপি নেতৃত্ব। প্রথমে নাগরাকাটা থেকেই দু’জনকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে আরও দুজনকে গ্রেফতার করা হয়। খগেন ও শঙ্কর দু’জনকেই পরে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে শঙ্কর ছাড়া পেলেও খগেন এখনও চিকিৎসাধীন।
