বড় ঘোষণা পুরসভার! এবার বাড়িতেই টিকা পাবেন শয্যাশায়ীরা, তবে দেওয়া হয়েছে কিছু শর্ত

KMC: অনেক ক্ষেত্রে বাড়ির বয়স্ক সদস্যরা এ ভাবে লাইনে দাঁড়াতে পারছেন না, ফলে তাঁদের টিকা নেওয়া মুশকিল হয়ে দাঁড়াচ্ছে।

বড় ঘোষণা পুরসভার! এবার বাড়িতেই টিকা পাবেন শয্যাশায়ীরা, তবে দেওয়া হয়েছে কিছু শর্ত
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Aug 14, 2021 | 4:01 PM

কলকাতা: বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিন নিয়ে নয়া সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। কোনও অসুস্থ ব্যক্তি যদি বাড়িতে টিকা নিতে চান তা হলে তাঁকে চিকিৎসকের চিঠি জমা দিতে হবে। শনিবার এমনটাই জানালেন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। তিনি জানান, স্বাস্থ্য দফতরের অধিকর্তা অজয় চক্রবর্তীর সঙ্গে তিনি ফোনে কথা বলেন। তারপরই এই সিদ্ধান্ত নিয়েছে পুরসভা।

কোন ব্যক্তি যদি অসুস্থ থাকেন, তা হলে তিনি বাড়িতে বসেই টিকা নিতে পারেন। তবে এ ক্ষেত্রে কিছু নিয়ম মানতে হবে। অসুস্থ ওই ব্যক্তিকে কোনও চিকিৎসকের লেটারহেডে লিখিত জমা দিতে হবে। যেখানে ওই চিকিৎসক লিখে দেবেন, এই রোগী কোনও ভাবেই টিকাগ্রহণ কেন্দ্রে গিয়ে টিকা নেওয়ার জন্য সমর্থ নন। বাড়িতে যেন তাঁকে টিকা দেওয়া হয়। একই সঙ্গে ওই চিকিৎসককে সশরীরে উপস্থিত থাকার কথাও বলা হয়েছে। এই শর্ত মানলে তবেই বাড়িতে টিকা পাবেন অসুস্থ কোনও ব্যক্তি। টিকা দেওয়া হবে সন্ধ্যাবেলায়। তবে অসুস্থ কোনও ব্যক্তিকে বাড়িতে টিকা দেওয়ার ক্ষেত্রে সেই পরিবারের প্রত্যেকের ভ্যাকসিন হয়ে যাওয়া আবশ্যক। কমপক্ষে প্রথম ডোজ় নিতেই হবে।

এদিন ফিরহাদ হাকিম বলেন, “বয়স্ক এবং অসুস্থ যারা বাড়ি থেকে বের হতে পারছেন না, তাঁদের জন্য এবার বাড়িতে টিকা দেওয়া হবে। এই জন্য আবেদন জানাতে হবে পুরসভায়। পরিবারের পক্ষ থেকে একজন চিকিৎসক বাড়িতে রাখতে হবে টিকা দেওয়ার সময়। একইসঙ্গে পরিবারের সকলের টিকা নেওয়া হলে তবেই সেই অসুস্থ ব্যক্তিকে টিকা দিতে যাবে কলকাতা পুরসভা। বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে এই বিশেষ টিকাকরণ হবে। শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় এবং আশুতোষ মুখোপাধ্যায়ের পরিবারের একজনকে এভাবেই টিকা দেবে কলকাতা পুরসভা।”

অনেক ক্ষেত্রে বাড়ির বয়স্ক সদস্যরা এ ভাবে লাইনে দাঁড়াতে পারছেন না, ফলে তাঁদের টিকা নেওয়া মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। এই পরিস্থিতিতে বয়স্কদের জন্য সম্প্রতি কলকাতা পুরসভা সিদ্ধান্ত নেয় ৮০ বছরের বেশি বয়সি শয্যাশায়ী বৃদ্ধ বা বৃদ্ধাদের টিকাকরণ করা হবে বাড়িতে গিয়ে। এই প্রকল্পের নাম দেওয়া হয় ‘ভ্যাকসিনেশন নিয়ার সেন্টার’। সে সময় বলা হয়েছিল, কারও বাড়িতে এমন কোনও বয়স্ক সদস্য থাকলে তাঁদের আধার কার্ড নিয়ে গিয়ে নাম নথিভুক্ত করাতে হবে নিকটবর্তী পুরসভার টিকাকরণ কেন্দ্রে। ‘স্পেশাল ক্যাটাগরি’তে তাঁর নাম নথিভুক্ত করবেন স্বাস্থ্যকর্মীরা। পরে সুবিধা মতো এক দিন তাঁর বাড়িতে গিয়ে ভ্যাকসিন দেওয়া হবে।

এর পরই এই ঘোষণা ঘিরে শুরু হয় বিতর্ক। স্বাস্থ্য দফতর যেখানে বাড়িতে টিকাকরণের অনুমতি দিচ্ছে না, সেখানে কী ভাবে কলকাতা পুরসভা সেই অনুমতি দিয়ে দিল তা নিয়ে প্রশ্ন ওঠে। স্বাস্থ্য দফতর এই প্রকল্পে সায় দেয়নি বলেই সূত্রের খবর। পরে পুর কর্তৃপক্ষ প্রস্তাব দেয়, সব দিক নজরে রেখে একেবারে শয্যাশায়ী বা গুরুতর অসুস্থদের যদি বাড়িতে টিকাকরণ সম্ভব হয়। সেইমতোই শনিবার পুর প্রশাসক ফিরহাদ হাকিম জানান, নির্দিষ্ট কতগুলি শর্ত পূরণ করলে তবেই বাড়িতে বসে টিকা নিতে পারবেন অসুস্থরা। আরও পড়ুন: ১-২ ঘণ্টার মধ্যেই ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সঙ্গে বাজের ঝলকানি! কোন কোন জেলা ভাসবে জানাল হাওয়া অফিস