Kolkata Dakshin Election 2024 Result: মালার গলায় জয়ের মালা, কলকাতা দক্ষিণের আস্থা তৃণমূলেই
West Bengal Kolkata Dakshin Election Result 2024: বিদায়ী সাংসদ মালা রায় কলকাতা দক্ষিণে তৃণমূলের প্রার্থী হন। আর রায়গঞ্জের বিদায়ী সাংসদ দেবশ্রী চৌধুরীকে এই কেন্দ্রে প্রার্থী করে বিজেপি। এই কেন্দ্রে সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম। তিন নারীর লড়াইয়ে শেষ হাসি হাসলেন মালা রায়। জিতলেন ১ লক্ষ ৮৭ হাজার ২৩১ ভোটের ব্যবধানে।

পশ্চিমবঙ্গের ৪২টি কেন্দ্রের সম্পূর্ণ ফল দেখতে ক্লিক করুন সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে⇒
⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓
দার্জিলিং || জলপাইগুড়ি || আলিপুরদুয়ার || কোচবিহার || রায়গঞ্জ || বালুরঘাট || মালদা উত্তর || মালদা দক্ষিণ || জঙ্গিপুর || মুর্শিদাবাদ || বহরমপুর || কৃষ্ণনগর || রানাঘাট || বর্ধমান পূর্ব || বর্ধমান-দুর্গাপুর || আসানসোল || বোলপুর || বীরভূম || বাঁকুড়া || বিষ্ণপুর || ঝাড়গ্রাম || মেদিনীপুর || ঘাটাল || পুরুলিয়া || তমলুক || কাঁথি || আরামবাগ || হুগলি || শ্রীরামপুর || উলুবেড়িয়া || হাওড়া || বনগাঁ || জয়নগর || মথুরাপুর || বসিরহাট || ব্যারাকপুর || দমদম || বারাসত || ডায়মন্ড হারবার || কলকাতা উত্তর || কলকাতা দক্ষিণ|| যাদবপুর |
⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑
………………………………………………………………………………………………………………………………………
কলকাতা: একসময় কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের সঙ্গে সমার্থক হয়ে উঠেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। কলকাতা দক্ষিণ কখনও খালি হাতে ফেরায়নি তৃণমূল সুপ্রিমোকে। মুখ্যমন্ত্রী হওয়ার পর সাংসদ পদ থেকে মমতা পদত্যাগ করলেও কলকাতা দক্ষিণ তৃণমূলের দখলেই রয়েছে। একুশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের সাতটি বিধানসভাতেই জয়ী হয় ঘাসফুল শিবির। বিজেপির পাশাপাশি এবার কংগ্রেসের সমর্থনে এই কেন্দ্রে কোমর বেঁধে নামে বামেরা। তবে কলকাতা দক্ষিণে শেষ হাসি হাসলেন মালা রায়। দেখে নিন কে কত ভোট পেলেন।
কলকাতা দক্ষিণ:
দল | প্রার্থী | রাউন্ড | প্রাপ্ত ভোট | এগিয়ে/পিছিয়ে | ভোট শতাংশ |
তৃণমূল | মালা রায় | ৬,১৫,২৭৪ | এগিয়ে | ৪৯.৪৮ | |
বিজেপি | দেবশ্রী চৌধুরী | ৪,২৮,০৪৩ | পিছিয়ে | ৩৪.৪২ | |
সিপিএম | সায়রা শাহ হালিম | ১,৬৮,৫৩১ | পিছিয়ে | ১৩.৫৫ |
উনিশের লোকসভা এবং একুশের বিধানসভা নির্বাচনে বিধানসভা কেন্দ্র অনুযায়ী কোন দল কত ভোট পেয়েছিল?
নির্বাচন | বিধানসভা কেন্দ্র | সিপিএম | বিজেপি | তৃণমূল |
২০১৯ | কসবা | ২৯,৫৮২ | ৬৩,৮৯৪ | ৯৮,৫৩৫ |
২০২১ | কসবা | ৩৯,১৮০ | ৫৭,৭৫০ | ১,২১,৩৭২ |
২০১৯ | বেহালা পূর্ব | ৩২,৭৯৪ | ৭৩,৪৮৩ | ৮৯,৩৪১ |
২০২১ | বেহালা পূর্ব | ৩০,১৭২ | ৭৩,৫৪০ | ১,১০,৯৬৮ |
২০১৯ | বেহালা পশ্চিম | ৩৯,৮৩৬ | ৭৫,০৫১ | ৯১,২১৬ |
২০২১ | বেহালা পশ্চিম | ৪৭,৫০৯ | ৬৩,৮৯৪ | ১,১৪,৭৭৮ |
২০১৯ | কলকাতা বন্দর | ৩,৯৭৬ | ৪৫,৮৬৩ | ৮২,১০২ |
২০২১ | কলকাতা বন্দর | ৫,৫৯০ (কংগ্রেস) | ৩৬,৯৮৯ | ১,০৫,৫৪৩ |
২০১৯ | ভবানীপুর | ৮,৭০০ | ৫৭,৯৬৯ | ৬১,১৩৭ |
২০২১ | ভবানীপুর | ৫,২১১ (কংগ্রেস) | ৪৪,৭৮৬ | ৭৩,৫০৫ |
২০১৯ | রাসবিহারী | ১৬,৩৬৪ | ৫৭,৯৭৬ | ৫২,৫৫৫ |
২০২১ | রাসবিহারী | ১০,৩১৪ (কংগ্রেস) | ৪৪,২৯০ | ৬৫,৭০৪ |
২০১৯ | বালিগঞ্জ | ৮,৫১৮ | ৪২,৮৫০ | ৯৭,৩০২ |
২০২১ | বালিগঞ্জ | ৮,৪৭৪ | ৩১,২২৬ | ১,০৬,৫৮৫ |





